X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
আগুনের নেত্রী খালেদা: নাসিম, এগুলো দুষ্টুমি: জমির উদ্দিন

আগুনে পুড়ল ‘আসল বিএনপি’

সালমান তারেক শাকিল
১৭ জানুয়ারি ২০১৬, ২০:১২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২২:৪৭

ছবি: নাসিরুল ইসলাম বিএনপির কেন্দ্রীয় কার্যালয় দখল করতে এসে আবারও প্রতিরোধের মুখে পড়লো কামরুল হাসান নাসিমের নেতৃত্বাধীন ‘আসল বিএনপি’। রবিবার ‘আসল বিএনপি’র একটি সাংস্কৃতিক মহড়ার গাড়িতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ১০-১১ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন কামরুল হাসান নাসিম।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে তিনি জানান, এ ঘটনায় তিনি মামলা করার চিন্তা করছেন। দলের দায়িত্বশীলরা এ নিয়ে বৈঠক করবেন। মামলা হলে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আসামি করা হবে। আগামীকাল মঙ্গলবার এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন নাসিম।

r6নাসিমের দাবি, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নির্দেশেই এই আগুন দেওয়া হয়েছে। এতে করে আওয়ামী লীগের দাবি অনুযায়ী খালেদা জিয়া নিজেই আগুনের নেত্রী হিসেবে আখ্যায়িত হলেন।

এদিকে রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের নির্দেশে টোকাইদের দিয়ে বিএনপি কার্যালয় দখল করার অপচেষ্টা চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকেল পৌনে ৪টার দিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে কামরুল হাসানের সমর্থকরা জিয়াউর রহমানের নামে স্লোগান দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থান করা বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তখন সামনে থাকা ঢাকা মেট্রো ন-১১-৯৩৭১ নম্বরের একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি ‘আসল বিএনপি’র সাংস্কৃতিক মহড়ার গাড়ি ছিল। পরে পুলিশ আসার আগেই দুই পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে।

কামরুল হাসান নাসিম এদিকে কামরুল হাসান নাসিমের অনুসারীদের কার্যক্রমকে দখল হিসেবে দেখছে বিএনপি। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করা রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকারই টোকাইদের পাঠিয়ে বিএনপির অফিস দখল করানোর চেষ্টা করছে। তার অভিযোগ, বিএনপি যেন শান্তপূর্ণ ভাবে রাজনৈতিক কর্মকাণ্ড করতে না পারে সেজন্যই বস্তির কিছু টোকাই দিয়ে বিএনপি অফিস দখলের চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত।
কামরুল হাসান নাসিম এ বিষয়ে বলেন, রিজভী তো সরকারের সঙ্গে আপোষ করে কারাগার থেকে বেরিয়ে এসেছে। নেত্রীর চোখে পড়ার জন্যই এ ধরনের বক্তব্য দিচ্ছে। এটা তো বিএনপি-বিএনপির সমস্যা। এতে করে সরকার সুযোগ নেবে।
নাসিম বলেন, ‘রিজভী রাকসু-ডাকসুর কথা বলতে পারে। কিন্তু তার জেনারেল শিক্ষা নেই। তিনি তো জাতীয়তাবাদী দলের চাকরি করেন। তার ব্যাপারে মন্তব্য করার অভিরুচি আমার নেই। তার তো শেখ হাসিনার সঙ্গে গোপন আঁতাত আছে।’
নাসিম জানান,‘‘আজকে তো কেউ কার্যালয় দখল করার জন্য যায়নি। তারা সাংস্কৃতিক কার্যক্রমের মহড়া দিচ্ছিল। আমার স্বরচিত ‘এসো কান্না করি’ কবিতার আবৃত্তি মাইকে বাজছিল। আর আমি কার্যালয় দখল করতে গেলে তো বলে-কয়ে যাব। আমি তো ভেসে আসি নাই।”
কামরুল হাসান নাসিম তার কার্যক্রমকে বিএনপির পুনর্গঠনের কার্যক্রম হিসেবে দাবি করেন। তার মতে, এটা কোনও ভাবেই আসল বিএনপি নয়। তিনি জিয়াউর রহমানের আদর্শকে ঊর্ধ্বে তুলতেই দল পুনর্গঠনের কাজে হাত নিয়েছেন। তার পুনর্গঠনের কার্যক্রমের অংশ হিসেবে জাতীয়তাবাদী উচ্চ আদালতের শুনানি হবে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে।
r8তিনি জানান, এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী জনতার প্রতীকী নিম্ন আদালতে দুটি রায় এসেছিলো। এর একটি হচ্ছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে জনতার উচ্চ আদালত বসানো। গত বছরের ৯ জানুয়ারি বিএনপির পুনর্গঠন কার্যক্রম শুরু করেন বলেও জানান কামরুল হাসান নাসিম।

রবিবার সাংস্কৃতিক মহড়ায় ব্যস্ত পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসল বিএনপি-পুড়ল কী না, এমন প্রশ্নের উত্তরে কামরুল হাসান বলেন, ‘দেখুন, আপনারা বিষয়টিকে বারবারই এমন করে দেখছেন। আমি সব সময় বলে এসেছি আমরা দখল-টখল না, বিএনপির পুনর্গঠনের কাজে ব্যস্ত।

এসব বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, সাগরে দু-একটি ঢিল পড়লে সাগরের তো কিছু আসে যায় না। এটা ইমেজ নষ্ট করতেই কেউ কেউ কাউকে-কাউকে প্রশ্রয় দিচ্ছে। এগুলো বুঝে না, দুষ্টুমি করে।

পিকআপ ভ্যানে আগুন দেওয়ার প্রসঙ্গে জমির উদ্দিন সরকার বলেন, বিএনপি একটি গঠনতান্ত্রিক রাজনৈতিক দল। তো কেউ প্রতিবাদ করলে বা ঢিল ছুড়লেও ভোটের রাজনীতির কারণে অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। যারাই আগুন দিয়েছে এটা সঠিক হয়নি। আমি সরকারকে বলব, এটা নিয়ে যেন অপরাজনীতি না হয়।

/এসটিএস/এনএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
মন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ১৮ দেশের আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা