X
বুধবার, ২২ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রডব্যান্ডে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে নভেম্বরে: আমিনুল হাকিম

হিটলার এ. হালিম
০৩ অক্টোবর ২০২১, ০৯:০০আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২০:৫৫

আগামী নভেম্বরের মধ্যে সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। একদেশ এক রেট বাস্তবায়ন, পাবজি ও ফ্রি ফায়ার বন্ধের প্রভাব ইত্যাদি নিয়ে কথা বলেছেন বাংলা ট্রিবিউনের সঙ্গে।

প্রশ্ন: ব্রডব্যান্ড ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ বাস্তবায়নের অগ্রগতি কতখানি?

আমিনুল হাকিম: এরইমধ্যে দেশের ৪০-৫০ শতাংশ আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) ‘এক দেশ এক রেট’ চালু করেছে। যেসব অপারেটরের ৫০০ ও ৮০০ টাকার প্যাকেজ ছিল না তারা তা চালু করবে। আবার যারা ৮০০ টাকায় ৮ এমবিপিএস বা কমবেশি দিচ্ছিল তারা ১০ এমবিপিএস দিতে শুরু করবে। মোটামুটি সবাই শৃঙ্খলার মধ্যে আসবে। নভেম্বরে মধ্যে পুরোপুরি বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী।

প্রশ্ন: বাস্তবায়ন না হওয়ার কোনও আশঙ্কা আছে?

আমিনুল হাকিম: হবে বলেই আমরা আশাবাদী। কিছু সমস্যা ছিল, সেগুলো দূর হয়েছে। তাছাড়া অভিযোগ করার সুযোগ তো আছেই। বিটিআরসিতে অভিযোগ জানানো যাবে। আইএসপিএবিতেও অভিযোগ করা যাবে। আমাদের আলাদা হেল্প ডেস্ক থাকবে গ্রাহকদের জন্য।

প্রশ্ন: আইএসপিগুলোকে কোনও প্যাকেজ অফারের আগে প্রাইস অ্যাপ্রুভাল নিতে হবে বিটিআরসি থেকে। এতদিন যা নিতে হয়নি।

আমিনুল হাকিম: এই খাতে শৃঙ্খলা খুব দরকারি। আইএসপিগুলো এতদিন নিজেদের মতো করে প্যাকেজ রেট ঠিক করতো। এখনও করবে। তবে নিয়মের মধ্যে এসে (গ্রেড অব সার্ভিস নীতিমালা)। এক দেশ এক রেট নীতিমালার মধ্যে প্যাকেজ রেট বিটিআরসির কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। এতে গ্রাহকরা সেবা ঠিকমতো না পেলে অভিযোগ জানাতে পারবেন।

প্রশ্ন: এক দেশ এক রেট বাস্তবায়ন হলে গ্রাহকের উপকার কী?

আমিনুল হাকিম: কিছু কিছু জায়গায় গ্রাহকের খরচ কমবে। তবে গ্রাহক খরচ কমাতে চান না বলেই আমাদের মনে হয়েছে। যে গ্রাহক আগে যে পরিমাণ বিল দিতেন, দেখা যাবে তিনি সেটার বিনিময়ে এখন ডাটা ও স্পিড বাড়িয়ে নিতে চাইবেন। আগেও এমনটা হয়েছে। আমরা সেভাবেই সার্ভিস দিয়ে থাকি।

প্রশ্ন: নতুন নিয়মে কি আইএসপিগুলোর খরচ বাড়লো?

আমিনুল হাকিম: আমাদের খরচ বাড়বে। তবে ব্যবসা বাড়লে সেই খরচ কমে আসবে। কিছু কিছু ন্যাশনওয়াইড আইএসপি প্রান্তিক পর্যায়ে সেবা বাড়াতে চায়। তাদের ব্যান্ডউইথ টান্সমিশন চার্জ বাড়বে। ব্যান্ডউইথেরও খরচ বাড়বে। তখন ট্রান্সমিশন খরচ যাতে না বাড়ে সেজন্য তারা আন্তঃজেলায় ব্যান্ডউইথের ভলিউম বাড়ানোর চেষ্টা করবে।

প্রশ্ন: সরকার পাবজি ও ফ্রি ফায়ার ব্লক করেছে। এতে কি ব্যান্ডউইথ ব্যবহারে প্রভাব পড়েছে?

আমিনুল হাকিম: সেই অর্থে কোনও প্রভাব পড়েনি। ব্যান্ডউইথের ব্যবহার ২৬৫০ জিবিপিএসই আছে। দুটি গেম ব্লক করাটা সমুদ্র থেকে এক বালতি পানি সরানোর মতো। এগুলো ব্লক করা মানে যে অন্য গেমস খেলাও বন্ধ হবে তা নয়, এ সময় অন্য কিছু ব্রাউজ করলেও ব্যান্ডউইথে প্রভাব পড়বে। সেই অর্থে প্রভাব পড়েনি।

প্রশ্ন: আপনাদের কমিটির মেয়াদ এ বছরই শেষ হচ্ছে। নির্বাচন করবেন কি?

আমিনুল হাকিম: নতুন কমিটির নির্বাচন ১১ ডিসেম্বর। তফসিল ঘোষণা হয়েছে। আমি নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছি। অন্যরা নেতৃত্বে আসুক। নতুনদের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমি নতুন নেতৃত্বের পক্ষে।

ইতোমধ্যে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে চেয়ারম্যান করে বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি ও বীরেন্দ্র নাথ অধিকারীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে।

 

 

 
 
/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
রুশ ক্ষেপণাস্ত্র জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
কৌশলগত পারমাণবিক অস্ত্র মহড়া শুরু রাশিয়ার
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
আ.লীগ নেতার ঘোড়ার দৌড়ে লক্ষাধিক ভোটে পিছিয়ে দুই নেতা
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
বেসবলের দেশ হারিয়ে দিলো বাংলাদেশকে
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
প্রচুর ভুয়া ‘নুলস্তা’ পাওয়ায় ভিসা দিতে দেরি হচ্ছে: ইতালির রাষ্ট্রদূত
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান