X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমিরাতগামী বৈধ কর্মীদের করোনা টেস্টের ফি লাগছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২১, ২১:০৪আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ২১:৫৩

বিমানবন্দরে আরব আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি সরকার দেবে বলে জানিয়েছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। রবিবার (৩ অক্টোবর) থেকে তা কার্যকর করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের করোনার পিসিআর টেস্ট করার জন্য নির্ধারিত ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে পরিশোধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়, ৩ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এতে আরও বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে পিসিআর টেস্টের কোনও ফি আদায় না করার জন্য সংশ্লিষ্ট ল্যাবগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করার অনুরোধ করা হলো। সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের জন্য সম্পাদিত টেস্টের তালিকা ল্যাবগুলোর কাছ থেকে পাওয়ার পর অবিলম্বে ওই টেস্টের জন্য প্রযোজ্য ফি পরিশোধ করা হবে।

এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বিএমইটি কার্ড নিয়ে নিবন্ধিত হয়ে যারা বৈধভাবে যাবেন তাদের জন্য মন্ত্রণালয় করোনা পরীক্ষার ফি পরিশোধ করবে।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!