X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান বেতার জানিয়ে দেয়, অক্টোবরে ২৫ হাজার বাঙালি ফিরবে

উদিসা ইসলাম
০৫ অক্টোবর ২০২১, ০৮:০০আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৮:০০

(বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তথ্যের ভিত্তিতে বঙ্গবন্ধুর সরকারি কর্মকাণ্ড ও তার শাসনামল নিয়ে মুজিববর্ষ উপলক্ষে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে বাংলা ট্রিবিউন। আজ পড়ুন ১৯৭৩ সালের ৫ অক্টোবরের ঘটনা।)

 

১৯৭৩ সালের অক্টোবরেই পাকিস্তান থেকে ২৫ হাজার বাঙালির দেশে ফিরবে বলে জানানো হয়। পাকিস্তান বেতারের খবরে বলা হয়, ইসলামাবাদে পররাষ্ট্র দফতরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। মুখপাত্র বলেন, উদ্বাস্তু সংক্রান্ত লেনদেন আরও দ্রুত করতে আরেকটি উড়োজাহাজ ভাড়া করা হচ্ছে। ঢাকা-লাহোরের মধ্যে এই বাড়তি বিমান চলাচল শুরু হবে। এদিন দুই দলে আরও ২৫৩ বাঙালি দেশে ফিরেছেন। একই উড়োজাহাজে ঢাকা থেকে ১৫৪ জন পাকিস্তানি নাগরিক স্বদেশে ফিরেছেন। খবরে বলা হয়, এ নিয়ে মোট পাঁচ হাজার ৪১৫ বাঙালি দেশে ফিরলেন। বাংলাদেশ থেকে প্রায় পাঁচ হাজার পাকিস্তানি নাগরিক এ পর্যন্ত নিজ দেশে ফিরে গেছেন।

 

দেশে ফিরছিল যারা

দেশে ফিরে আসা বাঙালিদের মধ্যে ২ হাজার ৭১৪ জন ছিল সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবার। এদের মধ্যে জেনারেল ওয়াসি উদ্দিনসহ মোট ৭২ জন কমিশনপ্রাপ্ত অফিসার ছিলেন। নয়াদিল্লির খবরে জানানো হয়, বাঙালি-পাকিস্তানি সামরিক লোক ও যুদ্ধবন্দিদের বিনিময়ের জন্য মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বিনিময় কাজ ত্বরান্বিত করার ব্যবস্থাও নেওয়া হয়েছে। সেই বছর অক্টোবরে ভারত থেকে ১২ হাজারেরও বেশি যুদ্ধবন্দি অসামরিক ব্যক্তিকে পাকিস্তানে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়।

দৈনিক বাংলা, ৬ অক্টোবর ১৯৭৩

নগদ অর্থ সাহায্যের আবেদন

বাংলাদেশ আন্তর্জাতিক রেডক্রস কমিটির তিন লক্ষ বাঙালি ও পাকিস্তানিদের স্বদেশ প্রেরণের কাজ সমাপ্ত করার জন্য নগদ ১৪ লক্ষ সুইস ফ্রাঙ্ক (৪ লক্ষ ৮০ হাজার ডলার) দান করার জন্য আবেদন জানায়। নয়াদিল্লি থেকে এক খবরে বলা হয়, ত্রিমুখী লোকদের জন্য মাসব্যাপী কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। প্রত্যাবর্তনের কাজ জোরদার করা হচ্ছে বলে সরকারি সূত্রে প্রকাশ করা হয়।

ভারত পাকিস্তানকে এই মর্মে অবহিত করে যে, পাকিস্তান থেকে বাংলাদেশিদের প্রত্যাবর্তন দ্রুততর হলে ভারত থেকে পাকিস্তানি যুদ্ধবন্দি ও বেসামরিক ব্যক্তিদের ফেরত পাঠানো হবে। অক্টোবরে ২৫ হাজার বাঙালি আসবে।

ডেইলি অবজারভার, ৬ অক্টোবর ১৯৭৩

ঢাকায় চুক্তি স্বাক্ষর

কানাডা ও ঢাকার মধ্যে ২৫ লাখ ডলারের চুক্তি স্বাক্ষর হয়েছে বলে সরকারি তথ্যবিবরণীতে বলা হয়। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সচিব সায়েদুজ্জামান ও কানাডার ঢাকাস্থ হাইকমিশনার যার যার দেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অধীনে কানাডা ১৯৭৩ সাল শেষ হওয়ার পূর্বে বাংলাদেশকে ১৭ হাজার টন গম সরবরাহ করবে বলে উল্লেখ করে।

এদিকে জাপান বাংলাদেশকে তিন কোটি ডলার ঋণ দিতে পারে বলে খবরে প্রকাশ হয়। তাতে বলা হয়, জাপান বাংলাদেশকে ইয়েনে ২ থেকে ৩ কোটি ডলার পরিমাণ ঋণদানের বিষয় বিবেচনা করছে বলে সরকারি সূত্রে বলা হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফরের সময় বাংলাদেশকে প্রথমবারের মতো এ ধরনের প্রস্তাব করা হবে বলে জানানো হয়।

দৈনিক ইত্তেফাক, ৬ অক্টোবর ১৯৭৩

দুর্বৃত্তদের সংক্ষিপ্ত আদালতে বিচারের দাবি ছাত্রলীগের

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদ বর্তমান সংকট পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করার জন্য সরকারের নিকট কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ করে। দেশের মেহনতি মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে দুষ্কৃতকারী এবং চোরাকারবারি, মজুতদার, মুনাফাখোর ও কালোবাজারিদের চিরতরে নির্মূলের জন্য এদের সংক্ষিপ্ত আদালতে বিচারের আইন পাস করার দাবি জানানো হয়।

উল্লেখ্য, সংগঠনের সভাপতি মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের এক সভায় এই দাবি করা হয়। উক্ত সভায় দেশের সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক আইনশৃঙ্খলা তথা সামগ্রিক পরিস্থিতির বিস্তারিত আলোচনা করা হয়।

/এফএ/এমওএফ/
সম্পর্কিত
‘বঙ্গবন্ধুর আন্দোলন মানুষকে মুক্তিযুদ্ধে অংশ নিতে উৎসাহিত করেছিল’
বঙ্গবন্ধু পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা: পরিবেশমন্ত্রী
বঙ্গবন্ধুর আহ্বানেই আমরা প্রতিটি আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মধ্যরাতে বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
মধ্যরাতে বুয়েটে ছাত্রলীগের প্রবেশের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীর সিট বাতিল
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ