X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এফডিসিতে গড়ে উঠলো বস্তি!

বিনোদন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২১, ১৭:৪৭আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:১৩

বাঁশ আর চাটাইয়ের বেড়া; উপরে টিনের চালা। সেখানে বসবাস করছে কয়েক শ’ মানুষ। তাদের মধ্যে আছেন তারকা শিল্পী মৌসুমী ও ফজলুর রহমান বাবুও! শুনে ধাক্কা লাগলেও তেমনটাই ঘটছে। কারণ জায়গাটা এফডিসি। আর সেখানেই রং-বেরঙের ভবনের আড়ালে গড়ে উঠেছে বস্তি।
 
বরং বলা উচিত, গড়ে তোলা হয়েছে এটি। আর পুরো আয়োজনটা সিনেমার জন্য। 

বিএফডিসি প্রাঙ্গণে এভাবে সেট বসিয়ে কাজ চলছে সরকারি অনুদানের ছবি ‘ভাঙন’-এর। আগামী ১১ অক্টোবর পর্যন্ত এভাবেই শুটিং চলবে। 

ছবিটি পরিচালনা করছেন মীর্জা সাখাওয়াত হোসেন। শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, ফজলুর রহমান বাবু, প্রাণ রায়, মির্জা আফরীন, খলিলুর রহমান কাদেরীসহ অনেকে। 

এফডিসিতে গড়ে উঠলো বস্তি! পরিচালক মীর্জা সাখাওয়াত হোসেন জানালেন, ‘ভাঙন’ মূলত ভাসমান মানুষদের গল্পের সিনেমা। কেউ নদীর ভাঙনে ঘরহারা, কেউ আবার অন্য কারণে। এক সময় সেই মানুষগুলো বস্তিতে বসবাস শুরু করেন। তাদের সুখ-দুঃখের গল্পই উঠে আসবে সিনেমায়।

ছবির কাজ প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে চাই। এজন্য টানা শুটিং করছি। অনুদানের বরখেলাপ করতে চাই না।’

গল্পে দেখা যাবে, ফজলুর রহমান বাবু বাঁশিবাদক। বাঁশি বাজিয়ে ও বিক্রি করে জীবনযাপন করেন। মৌসুমীও বস্তিতে থাকেন। চুড়ি-লেইসফিতা বিক্রি করেন। তাদের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। আছে তাদের দুঃখ-গাঁথাও। বর্তমান ও পুরনো দিনের নানা ঘটনাই এতে দেখা যাবে। এফডিসিতে গড়ে উঠলো বস্তি!

/এম/এমএম/
সম্পর্কিত
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
শোবিজের শুভ পঞ্চমী আজ!
শোবিজের শুভ পঞ্চমী আজ!
‘ওমর’ সিনেমায় তিন জাঁদরেল অভিনেতা!
‘ওমর’ সিনেমায় তিন জাঁদরেল অভিনেতা!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা