X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

মোদি-শাহের কুশপুত্তলিকা পোড়াবে সংযুক্ত কিষাণ মোর্চা

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০২১, ২০:৫৯আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২০:৫৯

ভারতের বিজেপি শাসিত উত্তর প্রদেশের লখিমপুরে সম্প্রতি সহিংসতার প্রতিবাদে সরব হয়েছে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম)। দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকা পোড়াবে তারা। শনিবার এক সংবাদ সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার নেতা যোগেন্দ্র যাদব এ ঘোষণা দিয়েছেন।

যোগেন্দ্র যাদব বলেন, আগামী ১৫ অক্টোবর দশহরা উৎসবের দিন দেশজুড়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করা হবে। এছাড়া লখিমপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রের গাড়িচাপায় চার কৃষক নিহতের ঘটনায় আগামী ২৬ অক্টোবর উত্তর প্রদেশের রাজধানী লক্ষনৌতে একটি মহাপঞ্চায়েত করবে সংযুক্ত কিষান মোর্চা। এর পাশাপাশি ১৮ অক্টোবর সারা দেশে ছয় ঘণ্টার জন্য ট্রেন অবরোধ করা হবে।

সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগ এবং তার ছেলে আশিস মিশ্রের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

কৃষক নেতা যোগেন্দ্র যাদব বলেন, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রকে পদ থেকে সরিয়ে গ্রেফতার করা উচিত। কৃষক নেতা যোগিন্দর সিং বলেন, আমাদের দাবি কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র এবং তার ছেলে আশিসকে গ্রেফতার করতে হবে। আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে সরকার সহিংস অবস্থান নিয়েছে। আমরা সহিংসতার পথে যাবো না।

কৃষক নেতা দর্শন পালের অভিযোগ, লখিমপুরের ঘটনা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তারা (হামলাকারীরা) কৃষকদের আতঙ্কিত করার চেষ্টা করেছে।

কৃষক নেতা হান্নান মোল্লা বলেন, ‘এই আন্দোলন ১০ মাস ধরে চলছে এবং ৩০০ জন মানুষ শহীদ হয়েছেন। এ অবস্থায় যে আন্দোলন চলছে, কেউ কেউ বলছেন তা কেবল পাঞ্জাবেই সীমিত। কিন্তু এই আন্দোলন সর্বত্র চলছে। সবাই এটিকে সমর্থন করেছে।

তার অভিযোগ, আরএসএস ভয় দেখিয়ে আন্দোলন শেষ করতে চায়। কিন্তু আন্দোলন চলছে এবং চলবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে