X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

পুলিশকে শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখতে বললেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২১, ২১:২০আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ২১:২০

কোনও নেতাকর্মীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে নারীদের শাড়ির আঁচল দিয়ে বেঁধে রাখতে বলেছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, ‘যা হবার পরে হবে। তাদের বিরুদ্ধে নারী চরিত্র হননের মামলা দেবো। আসামি ধরতে গেলে আপনারা ঘরের দরজা বন্ধ করে রাখবেন। কোনও অবস্থায় ঘরের দরজা খুলবেন না।’

শনিবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় বসুরহাট বাজারের জিরো পয়েন্টের বঙ্গবন্ধু চত্বরে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা মহিলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলের নারী নেত্রীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জে সরকারি খাল আমি দখলমুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাকে বাঁধা দিচ্ছে। পুলিশ কত টাকা খেয়েছে, জবাব দিতে হবে। এখানে জবাব না দিলে, আল্লাহর আদালতে দেবেন। আর যদি আমাদের একটি ছেলেকে গ্রেফতার করেন, আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে আসবেন। আর ছেড়ে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে আগামী শনিবার বিকাল ৩টায় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ এবং বসুরহাট পৌরসভা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। পরবর্তী সময়ে আরও কঠিন কর্মসূচি ঘোষণা করবো। আমরা ইউএনও অফিস ঘেরাও, ঢাকাতে সাংবাদিক সম্মেলন, অনশন, মানববন্ধনসহ আরও বিভিন্ন কর্মসূচি পালন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য তার ভাই কাদের মির্জা বলেন, ‘তিনি ভোট এলে যে মিষ্টি, সাহিত্যের ভাষায় মহিলাদের সঙ্গে কথা বলেন, আজ দুই বছর আপনি কোথায়? আপনি এলাকায় কি এসেছেন? আপনার পিএসকে মাসে একবার পাঠাবেন কোম্পানীগঞ্জ এবং কবিরহাটের খবর নেওয়ার জন্য। সেটাও পাঠাননি। গত কয়েকদিন আগে বলছেন, গ্যাসের অনুমোদন হয়েছে। ঘরে ঘরে গ্যাস দেবেন। বলেছেন, ঘরে ঘরে চাকরি দেবেন। এখন পর্যন্ত আমরা গ্যাস পাইনি। গুটি কয়েক ছেলেমেয়ে ছাড়া কারও চাকরি হয়নি।’

/এফআর/
সম্পর্কিত
গোলটেবিল বৈঠকে বক্তারা‘জনবান্ধব ও মানবিক পুলিশ গড়তে সংস্কারের বিকল্প নেই’
সারা দেশে গ্রেফতার আরও ১৫৪২
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
সর্বশেষ খবর
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল