X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্ট চাচাকে বাঁচাতে গিয়ে ভাতিজাসহ ৩ জনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ১৩:৪১আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৩:৪১

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময় তাদের বাঁচাতে গিয়ে আরও তিন জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার (১১ অক্টোবর) সকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। 

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাড়ির উঠানে কাপড় শুকানোর জন্য টানানো জিআই তার বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। এর সংস্পর্শে এলে তিন জন মারা যান। মৃতরা হলেন বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের চুরকুটা গ্রামের মৃত বিরজু মাহাতোর ছেলে ক্ষিতিশ মাহাতো গদু (৫০), তার ভাতিজা মৃত বিমল চন্দ্র ভুঁইয়ার ছেলে পলাশ চন্দ্র ভুঁইয়া (৩৮) ও প্রতিবেশী চাঁদ চন্দ্র মাহাতোর ছেলে ক্ষিতিশ চন্দ্র মাহাতো (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ক্ষিতিশ মাহাতো গদু নিজের বাড়িতে উঠান পরিষ্কার করছিলেন। উঠানে কাপড় শুকানোর জন্য জিআই তার টানানো ছিল। ওই তারটি পাশেই চুরকাটা দুর্গা মন্দির পূজা মন্ডপে নেওয়া বিদ্যুৎ লাইনের সঙ্গে জড়িয়ে যায়। উঠান পরিষ্কারের এক পর্যায়ে তিনি ওই তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন। তার চিৎকারে ভাতিজা পলাশ চন্দ্র ভুঁইয়া, ছেলে রুবেল মাহাতো ও প্রতিবেশী ক্ষিতিশ চন্দ্রসহ ছয় জন ছুটে আসেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে তারা সবাই আহত হন। 

পরে প্রতিবেশীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পর তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পথে ক্ষিতিশ মাহাতো গদু, পলাশ চন্দ্র ও ক্ষিতিশ চন্দ্র মারা যান। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে রুবেল রুবেল মাহাতোকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট মৃত তিন জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইউপি সদস্যের
নির্মাণাধীন ভবনে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট দুই শিশু
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!