X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

শেখ রাসেলের জন্মদিনে তুহিন-তোকির উপহার

বিনোদন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ০০:১৪আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ০০:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল। ১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের সময় তার বয়স ছিলো মাত্র ১১ বছর। বেঁচে থাকলে এই ১৮ অক্টোবর তার বয়স হতো ৫৭ বছর।

শেখ রাসেল বেঁচে না থাকলেও, তার শিশুবেলার ছবি, নানা স্মৃতি আর মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ক্ষত সৃষ্টি করে আছে বাংলার হৃদয়ে। তারই প্রতিধ্বনি মিলবে এবার গানে গানে। কারণ, শেখ রাসেলের জন্মদিনকে ঘিরে বিশেষ গান তৈরি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী শফিক তুহিন।    

আমি এখনও শুনি একাকী রাতে/ মাটির বুকে দু’কান পেতে/ শেখ রাসেলের কান্না/ আমি এখনও দেখি মরুর বুকে/ কতশত নদী ঝর্ণা লেকে/ সেই জলেরই বন্যা...। এমন আবেগী কথার গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী। সুর করেছেন শফিক তুহিন। আর তাতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী তোকি আয়মান ও সুরকার শফিক তুহিন।

‘শেখ রাসেলের কান্না’ শিরোনামের এই গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘গানটি মূলত গেয়েছে সুরের ধারা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিশুশিল্পী তোকি। তার কণ্ঠের সুর ও আবেগ শুনে আমি মুগ্ধ। শেখ রাসেলের ভয়াবহ হত্যাকাণ্ডের নৃশংসতা তোকি ভীষণ আবেগ দিয়ে তুলে ধরতে পেরেছে। তারসঙ্গে আমিও কিছু অংশে কণ্ঠ দিয়েছি। আশা করছি গানটি শ্রোতামনে দাগ কাটবে।’ 

‘শেখ রাসেলের কান্না’ প্রকাশ অন্তর্জালে প্রকাশ হচ্ছে ১৮ অক্টোবর।

/এমএম/
সম্পর্কিত
ঈদে শফিক তুহিনের দুই গানচিত্র
ঈদে শফিক তুহিনের দুই গানচিত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার