X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

‘আমরাই জিতবো’, ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে বাবর

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ১২:৩৫আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:৪২

যেকোনও উপলক্ষেই ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই অন্যরকম উন্মাদনা ছড়ায়। সেখানে বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই বাড়তি পাওনাই। বলার অপেক্ষা রাখে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের দ্বৈরথ হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। আর এই ম্যাচ জেতার পূর্ণ বিশ্বাস আছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মনে।

মুখোমুখি লড়াই দিয়ে শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর দুবাইয়ে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরুর আশা পাকিস্তানের। নিজেদের সামর্থ্যে আস্থা রেখে ভারত বধের আশায় দলটির অধিনায়ক বাবর। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- কোনও বিশ্বকাপেই এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তারপরও ওমান ও সংযুক্ত আবর আমিরাতের কুড়ি ওভারের বিশ্ব আসরে ইতিহাস পাল্টানোর স্বপ্ন দেখছেন বাবর।

আইসিসি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমরা জানি প্রত্যেকটা ম্যাচে কতটা চাপ এবং কী পরিমাণ তীব্রতা থাকবে, বিশেষ করে প্রথমটি (ভারতের বিপক্ষে)। আশা করছি, আমরা ম্যাচটি জিতবো এবং মোমেন্টাম নিয়ে সামনের দিয়ে এগিয়ে যেতে পারবো। গত তিন-চার বছর আমরা সংযুক্ত আবর আমিরাতে খেলেছি, আর ভালো করেই জানি এখানকার কন্ডিশন সম্পর্কে। আমরা জানি উইকেটের আচরণ কেমন এবং কীভাবে ব্যাটারদের মানিয়ে নিতে হয়। ওইদিন যে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করেন তো বলবো, আমরাই জিতবো।’

বিশ্বকাপের আগে কয়েক দফা স্কোয়াডে পরিবর্তন এসেছে পাকিস্তানের। তাছাড়া কোচিংয়েও এসেছে বদল। তারপরও আত্মবিশ্বাসের কমতি নেই বাবরের মনে, ‘দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস উঁচুতে। আমরা অতীত নিয়ে ভাবছি না, বরং ভবিষ্যতে চোখ। এজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমি ভীষণ আত্মবিশ্বাসী যে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং ওইদিন (ভারতের বিপক্ষে) ভালো ক্রিকেট খেলবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!