X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টিলা কেটে ২৫১ কোটি টাকা লুট, দুদকের মামলা

সিলেট প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ২০:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:৩৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কাটার পাশাপাশি পরিবেশ ধ্বংস করার অপরাধে মামলা করেছে দুদক। মামলায় একমাত্র আসামি করা হয়েছে লিজ নেওয়া প্রতিষ্ঠানের মালিককে। বুধবার রাতে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর-ই-আলম জানান, এ মামলায় আসামি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি এলাকার জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলীকে (৪০)। ২০০৪ সালে মাত্র ৬১ একর জায়গা লিজ নিয়ে ১৩৭.৫০ একরের শাহ আরেফিন টিলার পুরোটাতে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে সরকারের ২শ’ ৫১ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা লুট করার অপরাধে দুদক মামলাটি দায়ের করে। প্রতারণার মাধ্যমে সরকারের ব্যাপক ক্ষতি করায় এ মামলা করা হয়।

জানা যায়, মেসার্স বশীর অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ২০০৪ সালের ৫ এপ্রিল তারিখে ১৩ শর্তে ওই টিলার ২৫ হেক্টর (৬১ একর) জায়গা জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন খনিজসম্পদ ব্যুরো থেকে সাধারণ পাথর উত্তোলনের জন্য লিজ নেন। কিন্তু ইজারার শর্ত ভঙ্গ করা হলে ওই সালের ৫ সেপ্টেম্বর পাথর উত্তোলন বন্ধ রাখার জন্য খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরেও বন্ধ না রেখে পুরো টিলা থেকেই ছয় কোটি ২৮ লাখ আট হাজার সাত শ’ ৫০ ঘনফুট পাথর উত্তোলনের মাধ্যমে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করা হয়। যারা মূল্য ২শ’ ৫১ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর ছোট ভাই জুয়েল বলেন, ‘ভাই (মোহাম্মদ আলী) পাঁচ-ছয় দিন আগে থেকে জেলে। পরিবেশের একটি মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জেলে পাঠান।’

/এমএএ/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!