X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

টিলা কেটে ২৫১ কোটি টাকা লুট, দুদকের মামলা

সিলেট প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২১, ২০:৩৩আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:৩৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা কাটার পাশাপাশি পরিবেশ ধ্বংস করার অপরাধে মামলা করেছে দুদক। মামলায় একমাত্র আসামি করা হয়েছে লিজ নেওয়া প্রতিষ্ঠানের মালিককে। বুধবার রাতে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নূর-ই-আলম জানান, এ মামলায় আসামি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি এলাকার জিয়াদ আলীর ছেলে মোহাম্মদ আলীকে (৪০)। ২০০৪ সালে মাত্র ৬১ একর জায়গা লিজ নিয়ে ১৩৭.৫০ একরের শাহ আরেফিন টিলার পুরোটাতে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম চালিয়ে সরকারের ২শ’ ৫১ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা লুট করার অপরাধে দুদক মামলাটি দায়ের করে। প্রতারণার মাধ্যমে সরকারের ব্যাপক ক্ষতি করায় এ মামলা করা হয়।

জানা যায়, মেসার্স বশীর অ্যান্ড কোম্পানির স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ২০০৪ সালের ৫ এপ্রিল তারিখে ১৩ শর্তে ওই টিলার ২৫ হেক্টর (৬১ একর) জায়গা জ্বালানি, বিদ্যুৎ ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন খনিজসম্পদ ব্যুরো থেকে সাধারণ পাথর উত্তোলনের জন্য লিজ নেন। কিন্তু ইজারার শর্ত ভঙ্গ করা হলে ওই সালের ৫ সেপ্টেম্বর পাথর উত্তোলন বন্ধ রাখার জন্য খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো থেকে নির্দেশ দেওয়া হয়। কিন্তু তার পরেও বন্ধ না রেখে পুরো টিলা থেকেই ছয় কোটি ২৮ লাখ আট হাজার সাত শ’ ৫০ ঘনফুট পাথর উত্তোলনের মাধ্যমে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করা হয়। যারা মূল্য ২শ’ ৫১ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা।

এ ব্যাপারে মোহাম্মদ আলীর ছোট ভাই জুয়েল বলেন, ‘ভাই (মোহাম্মদ আলী) পাঁচ-ছয় দিন আগে থেকে জেলে। পরিবেশের একটি মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত জেলে পাঠান।’

/এমএএ/
সম্পর্কিত
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভগ্নিপতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, এপিবিএন সদস্যসহ গ্রেফতার ৭
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে