X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে কংগ্রেসের মাসব্যাপী কর্মসূচি

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ২২:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৮

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৫০তম বার্ষিকী স্মরণে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) আগামী মাস থেকে ভারতের সব রাজ্যের রাজধানীতে মাসব্যাপী দীর্ঘ কর্মসূচি গ্রহণ করছে। কংগ্রেস নেতা ক্যাপ্টেন প্রবীন দাবার বুধবার  বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মরণে নভেম্বর মাস থেকে ভারতের সব রাজ্যের রাজধানীতে মাসব্যাপী কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে কংগ্রেস।

প্রবীন দাবার বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নয়া দিল্লিতে একটি  জাতীয় কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী উদ্যোগ নেওয়া হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী উদ্বোধনের পরে ক্যাপ্টেন দাবার এ কথা বলেন। তিনি চিত্র প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পিয়াঙ্কা গান্ধী ভদ্র মঙ্গলবার ভারতের রাজধানীর আকবর রোডে কংগ্রেস পার্টির কার্যালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের শত শত ছবি প্রদর্শিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাতের ছবি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ভারতীয় সেনাসহ মুক্তিযোদ্ধাদের ছবি এবং যুদ্ধক্ষেত্রে তাদের সাহসিকতার চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।

এছাড়া তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ৯৩ হাজারের বেশি পাকিস্তানি সেনার আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি এবং যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, দলের সিনিয়র নেতা গোলাম নবী আজাদ, সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগোপাল  এবং কোষাধ্যক্ষ পবন কুমার বানসাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য নেতাদের  সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখেন।  

কংগ্রেস সূত্র জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে সব রাজ্যের রাজধানীতে কর্মসূচি আয়োজনের জন্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র: বাসস

/এএ/
সম্পর্কিত
চীন-ফ্রান্স হবে স্থিতিশীলতা ও ঐক্যের শক্তি: চীনা পররাষ্ট্রমন্ত্রী
বিশেষ বিমানে গুজরাট থেকে দুই শতাধিক ‘বাংলাদেশি’কে সীমান্তে পাঠালো ভারত 
ব্রাজিলে শুরু ব্রিকস শীর্ষ সম্মেলন, অনুপস্থিত পুতিন ও শি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে