X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে কংগ্রেসের মাসব্যাপী কর্মসূচি

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০২১, ২২:১৮আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৮

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ৫০তম বার্ষিকী স্মরণে ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) আগামী মাস থেকে ভারতের সব রাজ্যের রাজধানীতে মাসব্যাপী দীর্ঘ কর্মসূচি গ্রহণ করছে। কংগ্রেস নেতা ক্যাপ্টেন প্রবীন দাবার বুধবার  বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্মরণে নভেম্বর মাস থেকে ভারতের সব রাজ্যের রাজধানীতে মাসব্যাপী কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে কংগ্রেস।

প্রবীন দাবার বলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে নয়া দিল্লিতে একটি  জাতীয় কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী উদ্যোগ নেওয়া হবে। এসব কর্মসূচিতে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে আয়োজিত একটি চিত্র প্রদর্শনী উদ্বোধনের পরে ক্যাপ্টেন দাবার এ কথা বলেন। তিনি চিত্র প্রদর্শনীর দায়িত্বে রয়েছেন। 

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং পিয়াঙ্কা গান্ধী ভদ্র মঙ্গলবার ভারতের রাজধানীর আকবর রোডে কংগ্রেস পার্টির কার্যালয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রদর্শনীতে বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা যুদ্ধের শত শত ছবি প্রদর্শিত হচ্ছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাতের ছবি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, ভারতীয় সেনাসহ মুক্তিযোদ্ধাদের ছবি এবং যুদ্ধক্ষেত্রে তাদের সাহসিকতার চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।

এছাড়া তৎকালীন রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ৯৩ হাজারের বেশি পাকিস্তানি সেনার আত্মসমর্পণের ঐতিহাসিক ছবি এবং যুদ্ধক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে।

রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খার্গে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি, দলের সিনিয়র নেতা গোলাম নবী আজাদ, সাংগঠনিক সম্পাদক কে সি বেনুগোপাল  এবং কোষাধ্যক্ষ পবন কুমার বানসাল প্রমুখ উপস্থিত ছিলেন। পরে রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য নেতাদের  সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখেন।  

কংগ্রেস সূত্র জানিয়েছে, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষে সব রাজ্যের রাজধানীতে কর্মসূচি আয়োজনের জন্য সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সূত্র: বাসস

/এএ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা