X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২৩:৩৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২৩:৩৯

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ এমপ্লয়মেন্ট অ্যান্ড সিকিউরিটি সার্ভিসেস ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক মাহবুবুর রহমান রুস্তম। তাদের কাছ থেকে চাকরিপ্রার্থীদের সঙ্গে করা চুক্তিনামা কপি, নিয়োগপত্রের ফটোকপি, বিভিন্ন ব্যক্তিদের নিয়োগপত্রসহ অন্যান্য কাগজ জব্দ করা হয়।

সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আজাদ রহমান বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, চাকরি দেওয়ার নামে ২৫ থেকে ৩০ জনের কাছে থেকে এখন পর্যন্ত প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি। ভুয়া কোম্পানি খুলে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অঙ্কের টাকা তারা আত্মসাৎ করেছে। গ্রেফতারকৃতরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রকল্পে চাকরি দেওয়ার কথা বলে বেকার যুবকদের ফাঁদে ফেলে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। ভুয়া নিয়োগপত্র প্রার্থীদের কেন দিয়েছে তারও কোনও সদুত্তর দিতে পারেনি। 

রাকিব মিয়া নামে একজনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসএসসি পাসে ৩৯ হাজার বেতনে একটি প্রকল্পের পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয় রাকিবকে। এ জন্য তার কাছে চাওয়া হয় সাড়ে ৬ লাখ টাকা। প্রতিষ্ঠানটির এমডি আব্দুর রহমানের কথায় চাকরির জন্য অগ্রিম ২ লাখ টাকা দেন রাকিব। পরে দেন আরও ২ লাখ টাকার চেক। ইন্টারভিউর জন্য ডাকা হলে সাত দিনের মধ্যে জয়েনিং করতে বলে একটি প্রস্তাবনা এবং নিয়োগপত্র দেওয়া হয়। পরবর্তীতে কয়েকদিন পর আবার ১ লাখ টাকা দাবি করা হয় ফোনে। এভাবে পাঁচ লাখ ৯৫ হাজার টাকা দেওয়া হয় তাদের। টাকা নেওয়ার পর চাকরিতে যোগদান না করিয়ে ঘোরাতে থাকে তারা।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে একটি মামলা দায়ের করে রাকিব মিয়া। ঘটনার ছায়া তদন্ত করতে গিয়ে সিআইডি দুই প্রতারককে গ্রেফতার করে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল