X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পেঁয়াজ আমদানি নিয়ে টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২২:৪৮আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২২:৪৮

মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থলবন্দর ব্যবসায়ী এবং সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনসহ সব সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান।

শনিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী। বৈঠকের আগে প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্থলবন্দরের পেঁয়াজ খালাসসহ সব কার্যক্রম ঘুরে দেখেন।

বৈঠকে ব্যবসায়ীরা, টেকনাফ স্থলবন্দর, কাস্টম ও রোহিঙ্গা শ্রমিকসহ ট্রান্সপোর্ট সিন্ডিকেটের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। বিশেষ করে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের বাজারে দাম বৃদ্ধির কারণ হিসেবে অতিরিক্ত ট্রাকভাড়া ও স্থলবন্দর শ্রমিকদের সিন্ডিকেটকে দায়ী করেন তারা।

বৈঠকে আরও বক্তব্য রাখেন– টেকনাফ-২ বিজিবি উপপরিচালক লে. এম মুহতাসিম বিল্লাহ (সাকিল), টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ব্যবস্থাপক মো. জসিম উদ্দীন চৌধুরী, টেকনাফ স্থলবন্দর কাস্টমস কর্মকর্তা আব্দুন নুর, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আমিন, ট্রান্সপোর্ট মালিক সমিতির খলিলুর রহমান, আমদানিকারক ব্যবসায়ী ও সাংবাদিকরা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্যসচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, ‘মিয়ানমার থেকে আমদানি বাড়ানোর লক্ষ্যে সরকার পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। বাজারে দাম স্থিতিশীল ও জনগণের চাহিদা মেটাতে এখানে আসা। তবে অতিরিক্ত ট্রাকভাড়া ও শ্রমিকদের সিন্ডিকেটকে পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এখান থেকে ঢাকা গিয়ে এসব সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া পচনশীল এই পণ্য বন্দর থেকে দ্রুত খালাসের পর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা হবে।’ পাশাপাশি তিনি এখানকার সমস্যা সমাধানের নির্দেশ দেন ইউএনওকে।

এদিকে গত দুই (শুক্রবার-শনিবার) দিনে মিয়ানমার থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসছে ১৩শ’ টন পেঁয়াজ আমদানি করেছেন ব্যবসায়ীরা। এর আগে চলতি মাসে ১৪ দিনে ৭ হাজার মেট্রিন টন পেঁয়াজ আমদানি হয়েছে মিয়ানমার থেকে।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
৮৫০ কোটি টাকা ব্যয়ে এক লাখ টন সার কেনার সিদ্ধান্ত
বাজেটে শুল্ক সংক্রান্ত যতো সিদ্ধান্ত
রিফাইন্ড পেট্রোলিয়াম আমদানিতে আগাম কর কমিয়ে ২ শতাংশ করলো সরকার
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!