X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার বিক্রির অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২২:২৯আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:৩৯

পাকিস্তানের বিরোধী দলগুলোর পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন। এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চ দামের একটি ঘড়ি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

রাষ্ট্র প্রধান ও সাংবিধানিক পদধারীদের রাষ্ট্রীয় সফরে উপহার বিনিময় স্বাভাবিক প্রথা। পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসেবে থাকবে যত দিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

আইনে সুযোগ রাখা হয়েছে কর্মকর্তা চাইলে বাজারমূল্যের চেয়ে ১০ হাজার রুপি কম দিয়ে উপহার নিজেদের কাছে কিনে রাখতে পারবেন।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ উর্দুতে টুইটারে লিখেছেন, অন্য দেশ থেকে পাওয়া উপহার বিক্রি করে দিয়েছেন ইমরান খান।

উৎখাত হওয়া প্রধানমন্ত্রীর মেয়ে আরও লিখেছেন, খলিফা হজরত ওমর (রা.) তার শার্ট ও আলখেল্লার জন্য জবাবদিহি করেছেন। আর আপনি তোশাখান লুট করেছেন এবং কথা বলছেন মদিনার মতো রাষ্ট্র গঠনের? একজন মানুষ কী করে এত অসংবেদনশীল, বধির, বোবা এবং অন্ধ হতে পারেন?

বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী খান একজন রাজকুমারের কাছ থেকে পাওয়া মূল্যবান একটি ঘড়ি বিক্রি করে দিয়েছেন। তার ভাষায়, এটি লজ্জাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘড়িটির দাম প্রায় ১০ লাখ মার্কিন ডলার এবং তা উপসাগরীয় একজন রাজকুমার উপহার দিয়েছেন। ইমরান খানের ঘনিষ্ঠ এক ব্যক্তি তা দুবাইয়ে বিক্রি করে টাকা তাকে দিয়েছেন বলে অভিযোগ উঠছে। উপহার দেওয়া সেই রাজকুমারও ইমরান খানের ঘড়ি বিক্রি করে দেওয়ার বিষয়ে অবগত বলেও দাবি করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগবিষয়ক বিশেষ দূত ড. শাহবাগ গিল বলেন, সাধারণত ইমরান খান এমন উপহার তোশাখানায় জমা দেন। তবে তিনি কোনও উপহার পেতে চান তাহলে তাকে দাম পরিশোধ করতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন