X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপ্রধানদের দেওয়া উপহার বিক্রির অভিযোগ ইমরান খানের বিরুদ্ধে

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ২২:২৯আপডেট : ২০ অক্টোবর ২০২১, ২২:৩৯

পাকিস্তানের বিরোধী দলগুলোর পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো বিক্রি করে দিয়েছেন। এসব উপহারের মধ্যে ছিল ১০ লাখ ডলার মূল্যের উচ্চ দামের একটি ঘড়ি। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এখবর জানিয়েছে।

রাষ্ট্র প্রধান ও সাংবিধানিক পদধারীদের রাষ্ট্রীয় সফরে উপহার বিনিময় স্বাভাবিক প্রথা। পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসেবে থাকবে যত দিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়।

আইনে সুযোগ রাখা হয়েছে কর্মকর্তা চাইলে বাজারমূল্যের চেয়ে ১০ হাজার রুপি কম দিয়ে উপহার নিজেদের কাছে কিনে রাখতে পারবেন।

পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ উর্দুতে টুইটারে লিখেছেন, অন্য দেশ থেকে পাওয়া উপহার বিক্রি করে দিয়েছেন ইমরান খান।

উৎখাত হওয়া প্রধানমন্ত্রীর মেয়ে আরও লিখেছেন, খলিফা হজরত ওমর (রা.) তার শার্ট ও আলখেল্লার জন্য জবাবদিহি করেছেন। আর আপনি তোশাখান লুট করেছেন এবং কথা বলছেন মদিনার মতো রাষ্ট্র গঠনের? একজন মানুষ কী করে এত অসংবেদনশীল, বধির, বোবা এবং অন্ধ হতে পারেন?

বিরোধী জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (পিডিএম) সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, জানা যাচ্ছে যে প্রধানমন্ত্রী খান একজন রাজকুমারের কাছ থেকে পাওয়া মূল্যবান একটি ঘড়ি বিক্রি করে দিয়েছেন। তার ভাষায়, এটি লজ্জাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, ঘড়িটির দাম প্রায় ১০ লাখ মার্কিন ডলার এবং তা উপসাগরীয় একজন রাজকুমার উপহার দিয়েছেন। ইমরান খানের ঘনিষ্ঠ এক ব্যক্তি তা দুবাইয়ে বিক্রি করে টাকা তাকে দিয়েছেন বলে অভিযোগ উঠছে। উপহার দেওয়া সেই রাজকুমারও ইমরান খানের ঘড়ি বিক্রি করে দেওয়ার বিষয়ে অবগত বলেও দাবি করা হচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক যোগাযোগবিষয়ক বিশেষ দূত ড. শাহবাগ গিল বলেন, সাধারণত ইমরান খান এমন উপহার তোশাখানায় জমা দেন। তবে তিনি কোনও উপহার পেতে চান তাহলে তাকে দাম পরিশোধ করতে হবে। সূত্র: হিন্দুস্তান টাইমস

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়