X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রেলের বেদখল সব জায়গা দখলমুক্ত করা হবে: রেলমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৪:৪৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৪:৪৮

রেলওয়ের বেদখল হওয়া সব জায়গা উদ্ধার করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘কাউকে রেলের জায়গা অবৈধভাবে দখল করে রাখতে দেওয়া হবে না। কারও জায়গা দরকার হলে আমরা তাদের সময় দেবো। আপনারা দরখাস্ত করেন এবং রেলওয়ের সঙ্গে দেনদরবার করেন। নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে জায়গা লিজ নিতে পারেন। কিন্তু অবৈধভাবে ভোগদখল করে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। রেলওয়ের উন্নয়নের জন্য যেসব জায়গা দরকার হবে, সেগুলো ছেড়ে দিতে হবে।’

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ রেল স্টেশনে যাত্রী সুবিধা বাড়াতে প্লাটফর্ম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়ন, এক্সেস কন্ট্রোল ও প্লাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগে রেল যোগাযোগ উন্নয়ন করতে এবং বিভিন্ন স্টেশনের অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করতে বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ ট্রেনে সফর করছেন রেলমন্ত্রী। রাতে তিনি ঢাকা ফিরবেন।

ময়মনসিংহ রেল স্টেশনকে আধুনিকায়ন করে আইকনিক স্টেশনে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘ময়মনসিংহ এখন বিভাগীয় শহর। এ শহরে রেল যোগাযোগে অবকাঠামো উন্নয়নে আমরা গুরুত্ব দিয়েছি। এখন এই স্টেশনটিকে আইকনিক রেলস্টেশনে রূপ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি। যেমনটি আমরা কক্সবাজার ও পদ্মা সেতুর ওপারে ফরিদপুরের ভাঙ্গায় করতে চলেছি। আইকনিক রেল স্টেশনে যাত্রীদের থাকা এবং বিশ্রামসহ আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে। সাত তলার এই স্টেশন নির্মাণে শতকোটি টাকার বেশি ব্যয় করবো।’

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ময়মনসিংহ থেকে ঢাকার বিমানবন্দর স্টেশন পর্যন্ত স্পেশাল একটি ট্রেন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেলমন্ত্রী বলেন, ‘ঢাকার ওপর যানজট কমাতে উদ্যোগ নিয়েছে সরকার। এখন ময়মনসিংহ থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত একটি ট্রেন দেওয়া হবে। এতে ময়মনসিংহের মানুষ অল্প সময়ে ঢাকা গিয়ে ব্যবসা- বাণিজ্য, চাকরি করতে পারবেন। তাদের ঢাকায় বাসা নিয়ে থাকতে হবে না।’

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেশন থাকলেও এখন সেখানে ট্রেন থামে না জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘এই স্টেশনে আমরা ট্রেন থামার ব্যবস্থা করে দেবো। এ জন্য স্টেশন প্লাটফর্মটি আধুনিকায়ন করা হবে।’

 

/এসএস/আইএ/
সম্পর্কিত
‘ট্রেনের টিকিটে কালোবাজারি হয়নি, ঈদে প্রথমবার স্বস্তিতে বাড়ি গেছেন যাত্রীরা’
ট্রেনে জন্ম নেওয়া শিশু ও বাবা-মায়ের জন্য উপহার পাঠালেন রেলমন্ত্রী
চালক-স্টেশন মাস্টারের দায়িত্বহীনতার কারণে দুই ট্রেনের সংঘর্ষ: রেলমন্ত্রী
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী