X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সড়কে পলিটেকনিক শিক্ষকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ অক্টোবর ২০২১, ২২:২৮আপডেট : ২১ অক্টোবর ২০২১, ২২:২৯

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আব্দুল ওয়াহেদ এবং এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও আহতরা জানান, আজ সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী থেকে একটি সিএনজি অটোরিকশায় কসবা উপজেলার নয়নপুরে সপরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন আব্দুল ওয়াহেদ। এ সময় আখাউড়া উপজেলার ছতুরা শরিফ এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিক্ষক আব্দুল ওয়াহেদ (৩৫) ও হাবিবা (১৩ মাস) নামে এক শিশু নিহত হন। আহত হন- শিক্ষকের স্ত্রী স্মৃতি বেগম (৩০) ও শিশুসন্তান ওয়াকি (৫), তামিমা (১৩), রোকসানা (৩৮), কারুমাসহ (১০) পাঁচ জন।

আহতদের সবার বাড়ি নবীনগর উপজেলার শিবপুর গ্রামে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকরা হাসপাতালে ভিড় করেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির লাইটের আলোর কারণে সিএনজি অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারান। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিক্সাটি ধাক্কা মারে। এ বিষয়ে হাইওয়ে পুলিশ ব্যবস্থা নেবে।

 

 

/এমএএ/
সম্পর্কিত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ