X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘সাম্প্রদায়িক হামলার পেছনে বিএনপি-জামায়াতসহ কিছু অপশক্তি জড়িত’

চাঁদপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৩:১৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩:১৪

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সম্প্রতি যে ধরনের সাম্প্রদায়িক হামলা হয়েছে, এসব ঘটনার পেছনে কারা জড়িত, কারা ইন্ধনদাতা, কারা অর্থায়ন করেছে তা সব বেড়িয়ে আসছে। দেখা যাচ্ছে- আমরা যে ধারণা করেছিলাম, সেটিই সত্যি। বিএনপি-জামায়াতসহ আরও কিছু অপশক্তি এসব হামলার পেছনে রয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, যারা এ দেশের উন্নতি চায় না, যারা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে চায় তারাই হামলার পেছনে রয়েছে। কারণ, গণতান্ত্রিক পদ্ধতিতে গণমানুষের সরকারকে উৎখাত করা যায় না। তারা চায় ষড়যন্ত্রের মাধ্যমে সরকার পরিবর্তন করতে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা এখনই দেশকে অস্থিতিশীল করার নীলনকশা নিয়ে মাঠে নেমেছে। 

মন্ত্রী আরও বলেন, অপশক্তিকে যেকোনও মূল্যে প্রতিহত করতে হবে। কাউকে যেন ওই অপশক্তি ব্যবহার না করতে পারে, সেজন্য সবাইকে নিজ নিজ এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি বোঝাতে হবে। ওই অপশক্তি যেন সাধারণ মানুষকে ব্যবহার করে মন্দির ভাঙচুর, টাকা-পয়সা দিয়ে যেন কোনও নাশকতামূলক কাজ করতে না পারে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।



/টিটি/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যাংককে চীনের দাবাড়ুকে হারালেন মনন
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান