X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকার ইনিংসে মাত্র ২ ছক্কা!

স্পোর্টস ডেস্ক
২৩ অক্টোবর ২০২১, ১৮:০৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:০৯

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না দক্ষিণ আফ্রিকার। যাদের চার-ছক্কার ফুলঝুড়িতে দর্শকদের উন্মাদনা লেগে থাকতো, সেই দলটিই খুঁড়িয়ে চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল তারা। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। বিগ শটস খেলার সুযোগ খুব একটা পায়নি। যার প্রমাণ পুরো ইনিংসে মোটে ২ ছক্কার মার! ফলে সংগ্রহও খুব একটা বাড়েনি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে করেছে ১১৮ রান।

আজ (শনিবার) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচেই বাজিমাত অস্ট্রেলিয়ার। অন্তত বোলিংয়ে নিজেদের সেরাটা দিয়েছে তারা। পেসারদের সঙ্গে স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্সে শুরু থেকেই প্রোটিয়া ব্যাটারদের চাপে রাখে। উইকেট উৎসবের শুরুটা করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এই স্পিনার বোল্ড করে ফেরান ১২ রান করা তেম্বা বাভুমাকে।

প্রোটিয়া অধিনায়কের বিদায়ে চাপে পড়া দলকে টেনে তুলতে ব্যর্থ হন রাসি ফন ডের ডুসেন। জশ হ্যাজেলউডের প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন মাত্র ২ রান করে। বেশ বাইরের বল খোঁচা দিয়ে ধরা পড়েন উইকেটকিপার ম্যাথু ওয়েডের গ্লাভসে।

হতাশা ছাড়েনি দক্ষিণ আফ্রিকার। খানিক পর দুঃখজনক আউটের শিকার হয়ে ফিরে যান কুইন্টন ডি কক। এই উইকেটকিপার ব্যাটার থার্ডম্যান দিয়ে বল বের করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উঠে যায়, এরপর ক্রিজে ড্রপ খেয়ে আঘাত করে স্টাম্পে। হ্যাজেলউডের বলে এভাবে ফেরার আগে ডি কক করেন মাত্র ৭ রান।

২৩ রানে ৩ উইকেট হারানো দক্ষিণ আফ্রকাকে পথে ফেরানোর চেষ্টা করেছিলেন হেনরিক ক্লাসেন। কিন্তু প্যাট কামিন্সের বলে বেশিদূর যেতে পারেননি। ১৩ বলে ১৩ রানে ফিরে যান। ‍এরপর অবশ্য দাঁড়িয়ে গিয়েছিলেন এইডেন মারক্রাম ও ডেভিড মিলার। কিন্তু অ্যাডাম জাম্পার বলে মিলার ১৬ রান করে এলবিডব্লিউয়ের শিকার হলে আবার ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংস এসেছে মারক্রামের ব্যাট থেকে। চার নম্বরে নেমে এই ব্যাটার ৩৬ বলে ৩ চার ও ১ ছক্কায় খেলেন ৪০ রানের ইনিংস। তার ওই এক ছক্কার পর আরেকটি ছয়ের মার এসেছে কাগিসো রাবাদার ব্যাট থেকে। এই পেসারের ২৩ বলে খেলা হার না মানা ১৯ রানের ইনিংসে মূলত ১১৮ পর্যন্ত গিয়েছে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ।

অস্ট্রেলিয়ার পাঁচ বোলারই পেয়েছেন উইকেট। হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট। তার মতো ২টি করে উইকেট পেয়েছেন জাম্পা ও মিচেল স্টার্ক। আর একটি করে উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল ও কামিন্স।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা