X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বেপরোয়া গতির ২ বাসের সংঘর্ষে প্রাণ গেলো মা-ছেলের

বরগুনা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২২:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৫৬

পটুয়াখালী-কুয়াকাটা সড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আয়েশা বেগম (৪০) ও তার ১ বছর বয়সী ছেলে আয়ান। নিহতদের বাড়ি চট্টগ্রামের কাটগড় ধুমপাড়া এলাকায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী, বরিশাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আমতলী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন খন্দকার।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে কুয়াকাটায় আসছিল সেবা পরিবহনের একটি বাস ও কুয়াকাটা থেকে দিনাজপুর যাচ্ছিল গোল্ডেন লাইন পরিবহনের আরেকটি বাস। দুই বাসই বেপরোয়াভাবে যাচ্ছে। পটুয়াখালী-কুয়াকাটা সড়কের আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকায় মোড় নেওয়ার সময় বেপরোয়া গতির দুই বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং রাস্তার পাশের খাদে পড়ে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে দুই জনকে মৃত ও ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে।

আমতলী থানার ওসি মো. শাহালম হাওলাদার যাত্রীদের বরাত দিয়ে জানান, বেপরোয়া গতির কারণে বাস দুইটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই জন নিহত চালকসহ ৩০ যাত্রী আহত হয়েছেন। অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত বাস দুইটি আটক করা হয়েছে। এছাড়াও গাড়ির চালক ও তার সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বশেষ খবর
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়