X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ম্যানইউকে গোল বন্যায় ভাসালো লিভারপুল

স্পোর্টস ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ০০:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ০০:১৪

এইতো দিন চারেক আগের কথা। চ্যাম্পিয়নস লিগে আতালান্তার বিপক্ষে পিছিয়ে থেকেও ৩-২ গোলের দারুণ জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর এই ইউনাইটেড এবার বিধ্বস্ত হলো নিজেদের মাঠেই! মোহামেদ সালাহর হ্যাটট্রিকে ৫-০ গোলে ম্যানইউকে উড়িয়ে দিয়েছে লিভারপুল। 

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ষষ্ঠ জয়ে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে লিভারপুল। সমান ম্যাচে তৃতীয় হারে আগের ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানইউ।

দুই অর্ধেই আধিপত্য ছিল লিভারপুলের। প্রথমার্ধে বিজয়ীরা বল দখলের পাশাপাশি আক্রমণ শাণিয়ে ৪ গোলে এগিয়ে গেছে। ম্যাচ ঘড়ির ৫ মিনিটে নেবি কেইতা প্রথম গোল করেন। প্রতি আক্রমণ থেকে মোহামেদ সালাহর অ্যাসিস্টেই নিঁখুতভাবে ফিনিশিং করেন গিনির মিডফিল্ডার।

১৩ মিনিটে আলেকজেন্ডার আরনল্ডের নিচু ক্রসে দিয়েগো জোতা ব্যবধান দ্বিগুণ করে নেন। এরপরের সময়টা শুধুই সালাহময়। ৩৮ মিনিটে ফিরমিনোর সঙ্গে ওয়ান-টু খেলে তৃতীয় ও নিজের প্রথম গোলটি করেন মিশরীয় তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে চতুর্থ গোলটি পায় লিভারপুল। দিয়েগো জোতার অ্যাসিস্টে সালাহ সহজেই লক্ষ্যভেদ করেন। বিরতির আগে স্বাগতিকদের এমন অসহায় দৃশ্য দেখে অনেক সমর্থকই মাঠ ছাড়তে শুরু করেন। 

লিভারপুলের দোর্দণ্ড প্রতাপ অব্যাহত থাকে বিরতির পরেও। ৫০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সালাহ। মধ্য মাঠে পল পগবা বলের পজিশন হারিয়েছিলেন। হেন্ডারসন বল পেয়েই দিয়ে দেন সালাহকে। মিশরীয় এই ফরোয়ার্ড নিজের হ্যাটট্রিক পূরণ করতে সময় নেননি।

ইউনাইটেডের দুর্দশা আরও বাড়ে ৬০ মিনিটে। কেইতার সঙ্গে চ্যালেঞ্জে লাল কার্ড দেখেন পল পগবা। ভিডিও দেখে এই মিডফিল্ডারকে মার্চিং অর্ডার দেন রেফারি। যদিও এরপর আর কোনও গোল হজম করতে হয়নি স্বাগতিকদের। তবে ৮৩ মিনিটে কাভানির ফ্লিক ক্রসবারে লেগে প্রতিহত হলে ইউনাইটেডের এক গোল শোধ দেওয়া হয়নি। তাতে ৫ গোলের মালা পরেই মাঠ ছাড়তে হয়েছে রেড ডেভিলদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
বরগুনায় এক উপজেলা চেয়ারম্যান ও দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের মামলা
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
৪৮ বছরে বিদেশে কর্মসংস্থান হয়েছে ১ কোটি ৬৩ লাখ
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার বাড়িয়ে সাড়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার
‘ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি’র পরামর্শ সভা উদ্বোধন করলেন স্পিকার
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ