X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বইমেলার প্রস্তুতিতে টানাপড়েনে প্রকাশকরা

উদিসা ইসলাম
২৯ অক্টোবর ২০২১, ১৪:০০আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ২২:০৩

ফেব্রুয়ারি মাসের অমর একুশে বই মেলার গ্রন্থ প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে যায় আগের বছরের অক্টোবর থেকেই। অবশ্য এবার মহামারির দুর্যোগ কাটিয়ে ২০২২ সালের মেলার প্রস্তুতি শুরু করতে গিয়ে নানা টানাপড়েনে পড়েছেন প্রকাশকরা।

অন্যান্য বছরের তুলনায় অর্থলগ্নির পরিমাণ এবার কম হবে উল্লেখ করে তারা বলছেন, অনলাইনে সারা বছর ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে বই কেনায় অভ্যস্ত পাঠককে ২৫ শতাংশ ছাড়ে মেলায় টেনে আনতে বেগ পেতে হবে। তাছাড়া মহামারির পর উঠে দাঁড়াতে কোনও প্রণোদনার ব্যবস্থা না থাকায় অনেক প্রকাশক এবার মেলায় অংশ না-ও নিতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন তারা।

করোনায় প্রায় ৯ মাসের মতো বন্ধ ছিল দেশের প্রকাশনা প্রতিষ্ঠানগুলো। খাতটি শিল্প না হওয়ায় সরকারের কাছ থেকে কোনও আর্থিক সহায়তা পায়নি। পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করে, তখন তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টারত। তবে নগদ অর্থের সংকটে ভুগছে প্রায় সবাই। ফলে কোনও কোনও প্রকাশনা সংস্থা মেলার পর টাকা ফিরিয়ে দেওয়ার মৌখিক শর্তে লেখকদের কাছ থেকে অগ্রিম কিছু অর্থ নিয়ে বই প্রকাশের পরিকল্পনা করছে।

পুরনো ঢাকার সূত্রাপুর, বাংলাবাজার, পল্টন, সেগুনবাগিচা, কাঁটাবন কেন্দ্রিক বেশ কিছু প্রকাশনা সংস্থার কর্ণধারদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২০ সালের চেয়ে ২০২১ সালে অর্ধেক বই প্রকাশ করেছিলেন তারা। এবার কিছুটা বাড়ানোর পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত কী দাঁড়ায় বলতে পারছেন না এখনই।

দেশের সবচেয়ে বড় বইয়ের বাজার বাংলাবাজার। এখানে ছোট বড় মিলিয়ে প্রকাশনী আছে প্রায় চারশ’। পাঠ্যবই ও সৃজনশীল মিলিয়ে বইয়ের দোকান আছে দুই হাজারের মতো। কেমন প্রস্তুতি তাদের? জানতে চাইলে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ও ভাষাচিত্রের কর্ণধার খন্দকার সোহেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লকডাউনে বেচাবিক্রি পুরোপুরি বন্ধ ছিল। এরপর খুলে দেওয়া হলো ঠিকই, কিন্তু বই বিক্রি হচ্ছে না। কারণ, যারা বইয়ের ক্রেতা সেই মধ্যবিত্ত শ্রেণির হাতে টাকা নেই। তাই সামনের বইমেলায় বড় কিছু আশা করছি না।’

প্রস্তুতি ‍শুরু করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘লেখকদের কাছ থেকে আগাম কিছু টাকা নিয়ে মেলার পর ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছি।’

বড় কিছু আশা কেন করছেন না জানতে চাইলে তিনি বলেন, ‘আগে বই মেলায় ২৫ শতাংশ ছাড়ে বই কেনার জন্য পাঠক বসে থাকতো। এখন অনলাইনে নানা প্রতিষ্ঠান ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়েও বিক্রি করছে। পাঠক কেন বই মেলার জন্য অপেক্ষা করবে? কী বই কিনছে আর পড়ছে সেটা ভিন্ন প্রশ্ন। ফলে এই প্রবণতার কারণে মেলা থেকে বই কেনার ঢল নামবে না। যারা ঘুরতে চান, আড্ডা দিতে চান তারা আসবেন। হাতে বই নিয়ে যাবেন ঠিকই, কিন্তু শুধু বই কেনার উদ্দেশ্যে আসবেন না।’

তিনি আরও বলেন, পৃথিবীব্যাপী মহামারিতে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলো খোলার পর সহায়তা দেওয়া হয়েছে। খসড়া গ্রন্থনীতিতে বইকে সৃজনশীল পণ্য বলায় এ খাত প্রণোদনা পায়নি।

শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবিন আহসান এবারও বই মেলায় অংশ নেবেন না জানিয়ে বলেন, ‘বই মেলায় অনেক টাকা গচ্ছা দিতে হয়। এখনকার পরিস্থিতিতে ভরসা পাই না।’

তিনি বলেন, ‘বই মেলাটা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি। বিরাট জায়গার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু কোনও পরিকল্পনা নেই। এমন জায়গায় স্টল হয় যে পুরোটাই লস হয়। আমি নিজের জন্য ১১-১৩ নভেম্বর বই মেলার ব্যবস্থা করছি। নিজেদের টিকে থাকার জন্যই প্রকাশকদের নানা কৌশল নিতে হবে।’

সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ মনে করেন, ‘সবার নয়, কারও কারও অবস্থা খারাপ। প্রকাশনা প্রতিষ্ঠান ভিন্নতা নিয়ে এগিয়ে যায়। এটা মানসিকতার ওপরও নির্ভর করে। বাংলাবাজারের অবস্থা ভালো নয়, এ কথা সত্য। কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে পার্থক্য তো আছেই।’

করোনার পর সহায়তার জন্য আলাদা প্রণোদনা ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাংক ঋণ প্রণোদনা হিসেবে নেওয়ার সুযোগ ছিল। যেটা আমাদের খুব একটা কাজে দেয়নি।’

প্রকৃত অবস্থা খারাপ উল্লেখ করে ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) মাহরুখ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এরমধ্যে মেলার কাজ শুরু করেছি। অবস্থা খারাপ। কিন্তু এটা ঘুরে দাঁড়াবারও সময়। গত বছরের ক্ষতিটা ধরে নিয়েই এগোতে হবে। ইতিবাচকভাবে এগোতে চাচ্ছি।’

অনেকে পুঁজির ঘাটতির কথা বলছেন। সেক্ষেত্রে তার পর্যবেক্ষণ কী জানতে চাইলে মাহরুখ বলেন, ‘এবার সবাই সাশ্রয়ীভাবেই হয়তো মেলার কাজ করবে।’ লেখকদের কাছ থেকে আগাম টাকা নিয়ে অনেকে বই প্রকাশের পরিকল্পনা করছেন জানানো হলে তিনি বলেন, ‘প্রকাশক ও লেখকের মধ্য যৌক্তিক যেকোনও বোঝাপড়ার মধ্য দিয়ে যদি এটা হয় তবে হতে পারে। লেখকরাও বাস্তবতা মাথায় রেখে প্রকাশকদের সহায়তা করতে চান।’

/এফএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
প্রিমিয়ার লিগের মৌসুম সেরা ফোডেন
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়ার কথা বলেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
ইইউ’র নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বললেন পুতিন মিত্র
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির