X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ০১ নভেম্বর ২০২১, ২১:৫১

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে এবং জেনারেল হাসপাতালে দুই দফা সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। সোমবার (১ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের মোহাম্মদ জুয়েল মিয়া প্রায়শই তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে একই এলাকার শ্বশুরবাড়ির মাজু মিয়া প্রতিবাদ করেন। এর জের ধরে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ২০

পরে আহত অবস্থায় দুই পক্ষের অন্তত ২৫ জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে আনা হয়। চিকিৎসা নিতে এসে সেখানে দুই পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটক আটকে দেন। খবর পেয়ে পুলিশ এসে উভয় পক্ষের অন্তত ২০ জনকে আটক করে নিয়ে যায়।

আটককৃতরা হলেন, মো. শামীম মিয়া, সুমন মিয়া, মো. তৌহিদ মিয়া, জামিল আহমেদ, রুবেল মিয়া, মো. খলিলুর রহমান, মাহবুব রহমান, জহিরুল ইসলাম, ইয়ামিন মিয়া, সাদেক মিয়া, আকরাম হোসেন, ফাজু মিয়া, বাবুল মিয়া, দ্বীন ইসলাম, মো. ইসমাইল, রফিক মিয়া, মো. আরিফ ও জয়নাল মিয়া।

সংঘর্ষের ঘটনায় হাসাপাতালের প্রধান ফটক আটকে দেওয়া হয়

জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাব্বির আহমেদ জানান, সংঘর্ষের পর অন্তত ২৫ জন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এখানে এসে তারা আবারও সংঘর্ষে লিপ্ত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়। আহত কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামের জুয়েল তার স্ত্রীকে আজ সকালে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র বিকালে জামাই এবং শ্বশুরবাড়ির পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। পরে তারা দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহত অবস্থায় দুই পক্ষের লোকজন হাসপাতালে আসে। হাসপাতালে তারা সন্ধ্যায় আবার মারামারি শুরু করে। তখন পুলিশ এসে ২০ জনকে আটক করে। তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রী পুলিশের সুযোগ-সুবিধা অনেক বৃদ্ধি করেছেন: আইজিপি
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
‘গাঁজা সেবনে’ বাধা দেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, আহত ৩
সর্বশেষ খবর
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
শর্তে একমত হতে পারেননি, বায়ার্ন ছাড়ছেন টুখেল
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
ইসরায়েলকে থামাতে হবে, আইসিজিতে দক্ষিণ আফ্রিকার আবেদন
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব