X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
রূপগঞ্জে কারখানায় আগুন

হত্যা মামলার তদন্তে গুরুত্ব পাচ্ছে না শিশুশ্রম

আমানুর রহমান রনি
০২ নভেম্বর ২০২১, ০৯:০০আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:০৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে। নভেম্বরের যেকোনও দিন অভিযোগপত্র দেওয়া হবে। তবে মামলার তদন্তে শিশুশ্রমের বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। কতজন শিশু সেখানে কাজ করতো সেটাও খতিয়ে দেখা হচ্ছে না। শিশুশ্রমের বিষয়টি শ্রম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছে মামলার তদন্ত সংস্থা সিআইডি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি ইমাম হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশের দায়ের করা হত্যা মামলাটি আমরা তদন্ত করছি। তদন্ত শেষ পর্যায়ে। নভেম্বরের মধ্যেই অভিযোগপত্র দেবো।’

সিআইডি শ্রমিকদের বয়স শনাক্ত করে অভিযোগপত্র দেবে কিনা জানতে চাইলে সিআইডির এই কর্মকর্তা বলেন, ‘দেশের আইনে হত্যা মামলা তদন্তে শিশু বা বয়স্কদের জন্য আলাদা ধারা নেই। সকল হত্যা মামলায় একই ধারা। সেখানে শিশুরা কাজ করেছিল কিনা, সেটা শ্রম মন্ত্রণালয় দেখবে।’

বয়স নির্ধারণ করা হয়নি

অগ্নিদগ্ধ হয়ে নিহত ৫২ শ্রমিকের মধ্যে ৪৯ জনের লাশ শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হলেও কারও বয়স নির্ধারণ করতে পারেনি সিআইডির ফরেনসিক বিভাগ। বয়স নির্ধারণের কোনও প্রক্রিয়া নেই বলেও জানিয়েছে সিআইডি।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (ফরেনসিক) রুমানা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ভিকটিমদের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ প্রোফাইলিং করেছি। আমাদের পরিচয় শনাক্তের বিষয়টিই বলা হয়েছিল। বয়স শনাক্ত করতে নয়। সেটা করতেও পারি না।’

সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান বলছেন, ‘ফরেনসিকের মাধ্যমে নিহত শ্রমিকদের বয়স নির্ধারণ করতে পারলে অভিযুক্তদের বিরুদ্ধে আরও শক্ত অভিযোগ দাঁড় করানো যেতো। প্রমাণ হতো কতজন শিশু-শ্রমিক সেখানে কাজ করতো। পুলিশের প্রতিবেদনে এটি এলে শিশুশ্রমের বিষয়টিও পরিষ্কার হতো। তখন হত্যা ধারার পাশাপাশি শিশুশ্রমের ধারাও যুক্ত হতো।’

শ্রম মন্ত্রণালয়ের তদন্তে শিশুশ্রমের প্রমাণ মিলছে

কারখানাটিতে অগ্নিকাণ্ডের পর শ্রম মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর একটি তদন্ত কমিটি করেছিল। এই কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির আহবায়ক ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিদর্শক (সেইফটি) প্রকৌশলী ফরিদ আহাম্মদ। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের তদন্তে শিশুশ্রমের বিষয়টি এসেছে। সেখানে শিশুরা কাজ করতো বলে প্রমাণ পেয়েছি। এই প্রতিবেদন অনুযায়ী আমাদের মন্ত্রণালয় ব্যবস্থা নিয়েছে।’

এই প্রতিবেদন যদি পুলিশের প্রয়োজন হয় তবে তারাও এটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিতে পারে বলে তিনি জানান।

শ্রম আদালতে ৫১ মামলা

হাসেম ফুড অ্যান্ড বেভারেজ কারখানার বিরুদ্ধে অগ্নিকাণ্ডের আগেই একটি মামলা করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর। নারায়ণগঞ্জ জেলার উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার আগেই আমরা বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছিলাম। আমরা যখন কারখানাটি পরিদর্শন করেছি তখন সেখানে শিশু-শ্রমিক দেখতাম না। হয়তো তারা শ্রমিকদের লুকিয়ে রাখতো।’

তিনি বলেন, ‘ঘটনার পর শ্রম আদালতে আরও ৪৯টি মামলা করেছি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আমাদের দায়ের করা ৫১টি মামলা চলছে। শ্রমিকদের ক্ষতিপূরণ ও বিভিন্ন অনিয়মের জন্য এসব মামলা করা হয়েছে।’

হত্যা মামলায় না এলেও এসব মামলায় শিশুশ্রমের বিষয়টি আসবে বলেও তিনি জানান।

ভুয়া জন্মসনদ নিয়ে চাকরি

অনেক অভিভাবক ও পরিবার তাদের শিশুদের জন্য জনপ্রতিনিধিদের কাছ থেকে ১৮ বছর বয়সের প্রত্যয়নপত্র নিয়ে আসেন। সেগুলো দিয়ে শিশুরা বিভিন্ন কারখানায় কাজ জোটাতো বলে অভিযোগ করেছেন উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোনও কারখানায় আমাদের কাউকে সন্দেহ হলে আমরা যখন তাকে শিশু হিসেবে শনাক্ত করি, তখন দেখি সে তার জন্মসনদ বের করে দেখাচ্ছে। কীভাবে তারা এসব সনদ পাচ্ছে এটাও দেখার বিষয়।’

গত ৮ জুলাই রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় সজীব গ্রুপের প্রতিষ্ঠান হাসেম ফুড কারখানার ছয়তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পরদিন রাতে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাজিম উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা করেন। ওই মামলায় এম এ হাসেম, তার চার ছেলে ও তিন কর্মকর্তাকে আসামি করা হয়। এরপর এম এ হাসেম ও তার চার ছেলেসহ আট জনকে গ্রেফতার করে পুলিশ।

এরই মধ্যে হাসেমের দুই ছেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন। মামলার পর শ্রম আইনের ৮০ ধারায় প্রতিষ্ঠানের মালিক ও ডিজিএমের বিরুদ্ধে পৃথক মামলা করে জেলা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর কর্তৃপক্ষ।

/এফএ/আপ-এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে