X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের’ কঠোর হস্তে দমনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২১, ১২:২৯আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১২:২৯

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় জড়িত ‘সিন্ডিকেট ব্যবসায়ীদের’ কঠোর হস্তে দমনের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় জনতার ঐক্য নামে একটি সংগঠন। শুক্রবার (৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাজারে চাল, তেল, ডালসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এর মধ্যে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম। লাগামছাড়া দামে শহুরে দরিদ্র্য মানুষের নাভিশ্বাস অবস্থা এখন। বর্তমান বাজারে মোটা চালের দাম পৌঁছেছে প্রতি কেজি ৫০ টাকায়। চালের দামের ওপর নির্ভর করছে অন্যান্য জিনিসপত্রের দামের সমীকরণ। পরিণামে দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক এবং পেশাজীবীসহ সীমিত আয়ের মানুষ। 

'অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর কোনও ব্যবস্থা চোখে পড়ছে না। চোখে পড়ছে না সারাদেশে কালোবাজারি ঠেকানোর কার্যক্রম। তারওপর প্রতি বছরই এই সময়ে বাংলাদেশে চালের দাম বৃদ্ধি নজিরবিহীন এবং উৎকণ্ঠার। খাদ্যের অভাবে এই পৃথিবীতে কখনও পণ্যের দাম বাড়াতে হয়নি, সংকট লাগেনি। সংকট লেগেছে মজুতদারদের মজুতদারিতে।', দাবি করেন সংগঠনের নেতারা।

ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে মহামারি পরবর্তী সময়ের উদাহরণ তুলে ধরে তারা বলেন, ‘সে সময় আমরা দেখেছি, পৃথিবীজুড়ে একদিকে মানুষ না খেয়ে কংকাল হয়ে মরলো, আরেকদিকে মজুতদার কোম্পানিগুলো তাদের পণ্য সমুদ্রে নিক্ষেপ করলো। ৪৩’ এবং ৭৪’-এর সংকটময় ইতিহাসও আমরা প্রত্যক্ষ করেছি। এমনকি মজুতদারির কালো প্রভাবের শিকার হয়েছি করোনার আগেও। তাই আয় ও ক্রয়ক্ষমতার মধ্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করতে না পারলে শ্রীলঙ্কার মতো অশুভ দিনের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে।’

'চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রয়ক্ষমতার ভারসাম্য সাধারণ মানুষের অধিকার। টিসিবি পণ্যের সহজলভ্যতা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে বাংলাদেশে দুর্নীতি, কালোবাজারি ও মজুতদারি শক্ত হাতে দমন এখন সময়ের প্রয়োজন। পৃথিবীর নাজুক পরিস্থিতিতে কৃষকদের বাঁচিয়ে কৃষিতে মনোযোগী হলে একদিকে যেমন খাদ্যে জোগান আসবে, ঠিক অন্যদিকে অর্থনৈতিক সংকটজনক সামঞ্জস্যহীনতা মোকাবিলা সম্ভব হবে।'

এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসাইন, কো-চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা, বাংলাদেশ জনতা ঐক্য পার্টির চেয়ারম্যান আরিফুর রহমান প্রমুখ।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সৎমাকে বঁটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!