X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ভোটারদের খাওয়ানোর খিচুড়ি গেলো এতিমখানা-মাদ্রাসায়

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৩আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪:৫৩

বাবাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী করতে গ্রামবাসী ও ভোটারদের জন্য খিচুড়ি-মাংসের আয়োজন করেছিল ব্যবসায়ী ছেলে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকরা বিষয়টি পুলিশকে জানায়। পরে রান্না করা খাবার জব্দ করে এতিমখানায় বিতরণ করে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে খাবার বিতরণের আগেই সব খাবার জব্দ করা হয়।  

আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান সরোয়ার মাহমুদের অনুসারীদের জন্য এমন আয়োজন করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। গত নির্বাচনে সরোয়ার মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি কেন্দ্র বন্ধ থাকলে নির্বাচনে জয়ী হতে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের হাতে ফুল দিয়ে যোগদান করে চেয়ারম্যান নির্বাচিত হন। এ বছর আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে নির্বাচনের ছয়মাস আগে আওয়ামী লীগে যোগ দেন তিনি। কিন্তু দলীয় মনোনয়ন না পাওয়ায় আবারও স্বতন্ত্র প্রার্থী হন সরোয়ার।

স্থানীয়রা আরও জানান, রামপট্টির মানুষদের জন্য খাবার ও নগদ অর্থের ব্যবস্থা করা হয়েছিল। তবে এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী ও সমর্থকরা সংশ্লিষ্ট বিভিন্ন দফতরকে জানায়।  এরপর সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে সোহাগসহ তার নির্বাচনি কর্মী ও সমর্থকরা সেখান থেকে সটকে পড়েন। ভ্রাম্যমাণ আদালত রান্না হওয়া খাবার জব্দ করে। এরপর গরুর মাংস দিয়ে রান্না করা খিচুড়ি চারটি মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে বিতরণ করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশ নিয়ে রামপট্টি এলাকায় অভিযান চালিয়ে ভোটারদের জন্য রান্না করা খিচুড়ি জব্দ করে তা এতিমখানায় বিতরণ করেছে। অভিযানকালে সেখানে খাবারের উদ্যোগ নেওয়া প্রার্থী ও তার ছেলেকে পাওয়া যায়নি। এ জন্য তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি। তবে প্রার্থী সরোয়ার মাহমুদকে এ জন্য সতর্ক করে দেওয়া হবে। তাদের উদ্যোগ নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

/টিটি/
সম্পর্কিত
আওয়ামী লীগ নেতাকে হারিয়ে বিএনপির বহিষ্কৃত নেতা রউফ জয়ী
লক্ষ্মীপুরের পাঁচ ইউপির তিনটিতে নতুন মুখ, দুটিতে পুরোনোতে আস্থা
দিনাজপুরে ইউপি নির্বাচনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১ 
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী