স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সংসদে আনা সাধারণ প্রস্তাবের ওপর বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালের বৈঠকে বক্তব্য দেন বিএনপির সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা। এ সময় তিনি বর্তমান সরকারের নানা সমালোচনা করেন। ‘সোনার বাংলা বর্তমানে নরকে পরিণত হয়েছে’ বলে অভিযোগ করেন তিনি।
পরে বিকালের বৈঠকে তার বক্তব্যের জবাব দেন সরকারি দলের এমপি হুইপ ইকবালুর রহিম। এ সময় রুমিন ফারহানা সংসদের বৈঠকে উপস্থিত ছিলেন না। রুমিন ফারহানার অনুপস্থিতিকে ‘পালিয়ে গেছেন’ বলে অভিযোগ করেন হুইপ।
রুমিনের সমালোচনা করে ইকবালুর রহিম বলেন, রুমিন ফারহানা বক্তব্য দিয়ে জানজুয়ার মতো পালিয়ে গেছেন। রুমিন বলেছেন, বাংলাদেশ উন্নয়নের নরক। তিনি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে বক্তব্য দিয়েছেন। তার বাসাও নিশ্চয় শীততাপ নিয়ন্ত্রিত। পবিত্র কুরআনে যে নরকের বর্ণনা দেওয়া আছে, রুমিন ফারহানার চলাফেরা দেখে মনে হয় না তিনি নরকে বাস করছেন। তিনি উন্নয়নের সব সুযোগ সুবিধা ভোগ করছেন, আর বলছেন উন্নয়নের নরক। বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই রুমিন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে লন্ডনে গিয়ে বার–এট–ল করতে পেরেছেন, এটি তিনি অস্বীকার করতে পারেন না।
হুইপ ইকবালুর রহিম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল বলেই কৃষকের ছেলে সচিবালয়ে সচিব হয়েছেন। সেনাবাহিনীর প্রধান হয়েছে বাঙালির সন্তান। দেশ স্বাধীন হয়েছিল বলেই মেজর জিয়ার লেফটেন্যান্ট জেনারেল হয়ে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন। দেশ স্বাধীন হয়েছে বলেই দণ্ডিত হয়েও প্রধানমন্ত্রীর মহানুভবতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন।