X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

রাঙামাটিতে ভূমিকম্পে সেতু ও মসজিদে ফাটল, আহত ৩

রাঙামাটি প্রতিনিধি
২৬ নভেম্বর ২০২১, ১৩:২৮আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৪:০১

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে এই কম্পন অনুভূত হয়। এতে রাঙামাটি শহরের ঝুলুক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতুর জোড়ায় এবং একটি মসজিদে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া তিন জন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানায়, ফজরের নামাজ আদায়ের সময় হঠাৎ ঝুলুক্যা পাহাড়ের মসজিদটি কেপে ওঠে। মুসুল্লিরা নামাজ শেষে বের হয়ে মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখেন।

মসজিদের সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া বলেন, মসজিদটি নির্মাণের এক বছরও হয়নি। এর মধ্যে আজ সকালে ভূমিকম্পে বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ অবস্থায় নামাজ আদায় করা নিয়ে আতঙ্কে আছি।

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্প

এদিকে ভূমিকম্পের পর শহরের সঙ্গে পুরানপাড়া ও ঝুুলুক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগস্থলে ফাটল দেখা দিয়েছে। মসজিদ ও সেতু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে।

ফজরের নামাজ শেষে মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখেন মুসুল্লিরা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদের ফাটল সংস্কারে উদ্যোগ নেওয়া হবে। তবে নামাজ আদায়ে ঝুঁকি নেই। সেই সঙ্গে সেতুর দুই গার্ডারের অংশে জয়েন্ট এক্সপানশন রাখা হয়। এটা ফাটল না। এতে ঝুকির কোনও শঙ্কা নেই।

ভূমিকম্পের সময় রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএনডিপির দুই কর্মীসহ তিন জন আহত হয়েছেন। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ইউএনডিপির কর্মী এটিএম সাইফুল ইসলাম ও মনিবুজ জামান অন্ধকারে সিঁড়ি থেকে পড়ে আহত হন। রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা। এ ছাড়া ভূমিকম্পে মাথায় কাঁচের বোতল পড়ে আহত হয়েছেন স্থানীয় মুদি দোকানি ছোটন চৌধুরী।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক দীপংকর তঞ্চঙ্গ্যা জানান, তাদের আঘাত গুরুতর না। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন তারা।

/এসএইচ/
সম্পর্কিত
পাকিস্তানের মধ্যাঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প
চিলিতে ভূমিকম্পের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ২৩ হাজার মানুষ
অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে মিয়ানমার জান্তা
সর্বশেষ খবর
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
বিচার-সংস্কার ও নতুন সংবিধান রচনা বাদে নির্বাচন হলে আমরা অংশ নেবো না: নাহিদ
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন