X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমার জান্তার বিরুদ্ধে নতুন অভিযোগ

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ২০:৫০

মিয়ানমারের সামরিক শাসকদের বিরুদ্ধে দেশটির জনগণকে অনাহারের দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। এই বছরের শুরুতে ক্ষমতা দখলের পর বারবার দমন অভিযানের ফলে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

মিয়ানমারের জন্য বিশেষ উপদেষ্টা পরিষদ জানায়, জান্তা সরকার খাবারের সরবরাহ ধ্বংস এবং গৃহপালিত পশু হত্যা করেছে। একই সঙ্গে তারা ওষুধ ও খাবার পরিবহনের সড়ক বিচ্ছিন্ন করেছে।

পরিষদ আরও জানায়, উত্তর-পশ্চিম ও পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর অভিযানের কারণে কৃষকরা চাষাবাদ করতে পারেননি।

বিশেষজ্ঞদের এই পরিষদে রয়েছেন জাতিসংঘের হয়ে মিয়ানমারে কাজ করা বেশ কয়েকজন সাবেক কর্মকর্তা। পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে, গণতন্ত্রপন্থী জাতীয় ঐক্য সরকারের সঙ্গে সমান্তরালভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ করা উচিত।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের সাবেক সদস্য ক্রিস সিডোতি বলেন, কী করা উচিত তা ভাবতে হাত না কচলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় জাতীয় ঐক্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারে এবং অবশ্যই করা উচিত। যাতে সীমান্তের ওপারে যেসব মানুষের সহযোগিতা প্রয়োজন তাদের তা দেওয়া যায়।

তিনি আরও বলেন, মিয়ানমারে বিশ্বস্ত স্থানীয় মানবিক ও চিকিৎসা সেবাদানকারী নেটওয়ার্ক রয়েছে। কমিউনিটি ও সুশীল সমাজভিত্তিক এসব সংগঠন মানুষকে সহযোগিতা করছে। তাদের সহযোগিতা করা উচিত।

পরিষদের পক্ষ থেকে মিয়ানমার জান্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করা হয়েছে।

মিয়ানমারে জাতিসংঘের সাবেক দূত ইয়াঙ্গি লি বলেছেন, জান্তার পদক্ষেপের কারণে আন্তর্জাতিকভাবে তাদের প্রত্যাখ্যাত হওয়া গুরুত্বপূর্ণ।

জাতিসংঘের তথ্য অনুসারে, ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর প্রায় আড়াই লাখ ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। দেশটির ৩০ লাখ মানুষের জীবন বাঁচানোর জন্য সহযোগিতা প্রয়োজন।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ