X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ওমিক্রন: হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশনে বাড়তি সতর্কতা

হিলি প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৫৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৩

ভারতে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করোনার নেগেটিভ সনদ এবং স্বাস্থ্য পরীক্ষা ছাড়া যাত্রীরা স্বাভাবিক প্রক্রিয়ায় দেশে ফিরতে পারছেন না। এছাড়া .ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাক চালকদেরও তাপমাত্রা পরিমাপ ও ট্রাকে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এদিকে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে দেশে ফেরা যাত্রীরা।

ভারত থেকে দেশে ফেরা যাত্রী সুমন কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, আমি ভারতের চেন্নাইতে চিকিৎসার জন্য গিয়েছিলাম। চিকিৎসা শেষে আজ দেশে ফিরলাম। তো করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে, তা নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। ভারত-বাংলাদেশ দুই দেশেই বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশে ফেরার আগেই করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে দেশে আসতে হচ্ছে। এর পরেও নানা পরীক্ষা-নিরীক্ষা জিজ্ঞাসাবাদ শেষে করে সন্তোষজনক হলেই তবে ছাড় পাওয়া যাচ্ছে। তিনি স্বাস্থ্যবিধি মেনেচলাসহ মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করাসহ অন্যান্য নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত মেডিক্যাল টিমের স্বাস্থ্য সহকারী ফয়সাল হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, করোনা সংক্রমণ রোধে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক কাজ করছে। করোনার নতুন ধরন ওমিক্রন রোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে ভারতে যাত্রী যাওয়া বন্ধ রয়েছে। তাই ভারত থেকে আসা প্রত্যেক পাসপোর্ট যাত্রীদের বাধ্যতামূলক করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে প্রবেশ করতে হচ্ছে। তাদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও যাতায়াতের হিস্টোরিসহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের মধ্যে করোনার কোনও লক্ষণ আছে কিনা তাও যাচাই করা হচ্ছে। কাউকে সন্দেহজনক মনে হলে তাদের হাসপাতালে করোনা টেস্টের জন্য পাঠানো হচ্ছে। পজিটিভ শনাক্ত হলে পাঠানো হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, করোনা সংক্রমণরোধে ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলোতে। একইসঙ্গে ভারতীয় ট্রাকের চালক ও সহকারীদের তাপমাত্রা মাপা হচ্ছে। একইসঙ্গে তাদের মাস্ক ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি করোনার নতুন ধরন শনাক্তের ফলে এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
মোবাইল দেখা নিয়ে কথা-কাটাকাটি, মা-মেয়েকে পিটিয়ে হত্যা
একদিনে হিলি দিয়ে ১১৯৮ টন আলু আমদানি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!