X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

লঞ্চে আগুন: স্বপ্নীলকে খুঁজছেন মা

বরিশাল প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২১, ১৭:০৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৭:১০

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানকে খুঁজছিলেন বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া গ্রামের বাসিন্দা গীতা রানী। কিন্তু বিভিন্ন জায়গায় ছুটে বেড়ালেও সন্তানকে খুঁজে পাচ্ছিলেন না তিনি। ঝালকাঠিতে লঞ্চে আগুন লাগার পর নিখোঁজ সন্তানকে খুঁজে না পেয়ে আহাজারি করছিলেন গীতা।

জানা গেছে, দুই সন্তান স্বপ্নীল চন্দ্র হালদার ও প্রত্যয়কে (৬) নিয়ে বরগুনায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন গীতা রানী। লঞ্চে বড় ছেলে স্বপ্নীল নিখোঁজ হয়। স্বপ্নীল ঢাকার উত্তরা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। গীতার স্বামী চন্দ্র হালদার ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তারা থাকেন রাজধানীর উত্তরায়।

গীতা রানী কাঁদতে কাঁদতে বলেন, ‘আগুন লাগার কিছু আগে স্বপ্নীল লঞ্চের টয়লেটে যায়। এরপরই আগুন লাগলে যাত্রীরা আত্মরক্ষায় দিগ্বিদিক ছুটতে থাকেন। স্বপ্নীলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে ছোট ছেলেকে নিয়ে নিচে নামি। এক পর্যায়ে যাত্রীদের ধাক্কায় ছোট ছেলেকে ছেড়ে দিয়ে আমি লঞ্চ থেকে নেমে আসি এবং তাকেও হারিয়ে ফেলি। আবার লঞ্চে উঠে প্রত্যয়কে পেয়ে তাকে সঙ্গে নিয়ে স্বপ্নীলকে খুঁজতে থাকি। কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। সেখানকার লোকজন আমাকে মেডিক্যালে খবর নিতে বললে আমি এখানে আসি। সব ওয়ার্ডে খোঁজ করেছি কিন্তু আমার স্বপ্নীলকে কোথাও খুঁজে পাচ্ছি না।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ৩টায় ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীর পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চের ইঞ্জিন রুম থেকে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া অগ্মিদগ্ধ হয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। ঢাকায় পাঠানো হয়েছে ১৬ জনকে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
আ.লীগ নিষিদ্ধের দাবিতে উত্তরায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ‘ব্লকেড’
সাদ, সোহেল, রক্সিসহ অনেকেই ‘নিষিদ্ধ’
সাদ, সোহেল, রক্সিসহ অনেকেই ‘নিষিদ্ধ’
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
প্রথমবার এশিয়ান কাপ ফুটসালে খেলবে বাংলাদেশ
প্রথমবার এশিয়ান কাপ ফুটসালে খেলবে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
পুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত
আবদুল হামিদের দেশত্যাগপুলিশের ইমিগ্রেশন কর্মকর্তা প্রত্যাহার, দুই জন বরখাস্ত