X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘এই বলে তো ছক্কা হয়, তুই কী করলি’, হৃদয়কে কোচ সুজন

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৫:৩৮

বিসিএল লংগার ভার্সনে দারুণ ছন্দে ছিলেন তৌহিদ হৃদয়। প্রতিযোগিতাটির ওয়ানডে ফরম্যাটেও সেই ফর্ম কিছুটা হলেও ধরে রেখেছিলেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা এই তরুণ। কিন্তু বিপিএল শুরু হতেই হৃদয়ের ফর্ম উধাও! ফরচুন বরিশালের হয়ে বিপিএলে অংশ নেওয়া হৃদয় ভুগছেন রানখরায়। ২১ বছর বয়সী তরুণকে রানে ফেরাতে মরিয়া কোচ খালেদ মাহমুদ সুজন। আজ (বৃহস্পতিবার) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হৃদয়কে নিয়ে কয়েক দফা কাজ করলেন বরিশালের এই কোচ।

সুজনের কোচিং প্রতিষ্ঠান বাংলা ট্র্যাকের ছাত্র হৃদয়। প্রিমিয়ার লিগে তার দল শাইনপুকুরের হয়ে ম্যাচ খেলেছেন এই ব্যাটার। ২১ বছর বয়সী এই ব্যাটারকে খুব কাছ থেকেই দেখেছেন বরিশালের কোচ। বিপিএলে তিন ম্যাচে হৃদয়ের রান যথাক্রমে ১৬, ০ ও ১৯। এমন পারফরম্যান্সে সুজন যারপরনাই হতাশ। নেটে  প্রিয় শিষ্যকে নিয়ে তাই আলাদা কাজ করলেন সাবেক এই ক্রিকেটার। তবে ঘণ্টাখানেকের নেট অনুশীলনে গুরুকে বিন্দুমাত্র খুশি করতে পারলেন না হৃদয়। পুরোটা সশয় অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন ২১ বছর বয়সী ব্যাটার।

বৃহস্পতিবার দুটি নেটের একটি চলে স্পিনারদের বিপক্ষে ব্যাটারদের পরীক্ষা। অন্যটিতে চলে পেসারদের বিপক্ষে ব্যাটারদের পরীক্ষা। হৃদয় কোনও পরীক্ষাতেই ‘পাস’ মার্ক পাননি! প্রথমে স্পিনারদের বিপক্ষে নেট করেন হৃদয়। জ্যাকব লিনটট, নাঈম ইসলাম, তাইজুল ইসলামের বলগুলো ঠিকমতো খেলতে পারেননি। বিশেষ করে ফ্লাইট ডেলিভারিগুলোতে পরাস্ত হয়েছেন বেশি। বোলিং প্রান্তে দাঁড়িয়ে শিষ্যের ব্যাটিং পাখির চোখে দেখছিলেন সুজন।

নাঈম ইসলামের স্টাম্প সোজা একটি বলে ব্লক করলেন হৃদয়। রেগেমেগে সুজন বলেই উঠলেন, ‘এই বলে তো ছক্কা হয়, তুই কী করলি! এটা কি ব্লক করার বল?’ এবার জ্যাকব লিনটট পরের বল কাট করতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে দিলেন। এভাবে একের পর এক স্পিনাদের বিপক্ষে অস্বস্তি নিয়ে ব্যাটিং করতে থাকেন হৃদয়। বেশিরভাগ সহজ বলগুলোকে ব্লক করতে দেখেই মূলত ক্ষেপে গেছেন সুজন। মাঝে একবার হৃদয়কে ডেকে বলেছেন, ‘নেটে ব্লক করতে হবে কেন? তোকে তো এখানে মেরে খেলতে হবে। স্কয়ার লেগে বল পাঠা!’ পরের কয়েক বলে অবশ্য সেই চেষ্টাই করেছেন হৃদয়। একটি বল অবশ্য স্কয়ার লেগে পাঠিয়ে কোচের বাহবা পেয়েছেন। কিছুক্ষণ পর স্পিন নেট থেকে পেস বোলিং নেটে হৃদয়কে ডেকে নেন সুজন।

নেট বদলের পরও বদল হয়নি হৃদয়ের ব্যাটিং! শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, আলজেরি জোসেফ, সৈকত আলীর বলে বিট হয়েছেন তিনি। কয়েক বল খেলার পর সুজন হৃদয়কে ডেকে কিছুক্ষণ কথা বললেন। হয়তো বলছিলেন, কীভাবে ব্যাটিং করলে পেসাদের রুখে দেওয়া যাবে! মনোযোগী ছাত্রের মতো গুরুর কথা শুনেছেন এই তরুণ। পরবর্তীতে কিছুটা উন্নতি হলেও অস্বস্তি ভাব কাটেনি তার। সব মিলিয়ে সুজনের ক্লাসে অসহায় হৃদয়কেই পাওয়া গেছে। সুজনের ক্লাস শেষে ডাগআউটে ফেরার পথে বিধ্বংস্ত হৃদয়ের দেখা মিললো।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা