X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

ইসরায়েলি ড্রোনে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি

বিদেশ ডেস্ক
৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮আপডেট : ৩০ জানুয়ারি ২০১৬, ১৮:৫৮

এডওয়ার্ড স্নোডেন১৯৯৮ সাল থেকেই মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিয়ন্ত্রিত ড্রোন বিমান হ্যাক করে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেশ দুটি ইসরায়েলি ড্রোনের সংগৃহীত বিভিন্ন তথ্য সংগ্রহ করত। যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ এজেন্ট এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওত আহরনথ। খবরে বলা হয়েছে,ইলেক্ট্রনিক নজরদারিতে বিশেষায়িত যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) এবং যুক্তরাজ্যের জিসিএইচকিউ সিরিয়া ও ইরানে ইসরায়েলের বিমানবাহিনীর চালানো অভিযানে গোয়েন্দা নজরদারী করেছে।
জার্মানির ডার স্পেইজেল সাময়িকির অনলাইন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টও এ বিষয়ে একটি খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে,যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এ অপারেশনের কোডনেম ছিল ‘অ্যানার্কিস্ট’। সাইপ্রাস থেকে পরিচালিত এ অপারেশনের মাধ্যমে মিশর ও তুরস্কের ড্রোন বিমানেও গোয়েন্দা নজরদারি চালানো হয়। প্রকাশিত খবর অনুসারে, নজরদারির মাধ্যমে দেশদুটি ইসরায়েলের ড্রোন ও বিমান থেকে নিয়ন্ত্রকের কাছে পাঠানো তথ্য জানতে পারত। এ হ্যাকের মাধ্যমে ইসরায়েলের ড্রোন ও বিমান যখন জঙ্গি নিশানায় হামলা করত তখন দেশ দুটির গোয়েন্দা সংস্থা ককপিটে ভার্চুয়ালি বসতে পারত।  উদাহরণ হিসেবে বলা হয়,২০০৮ সালে এনএসএ’র একটি অভ্যন্তরীণ প্রকাশনায় বলা হয়,অ্যানার্কিস্ট অপারেশনের মাধ্যমে  ইসরায়েলি এফ-১৬ যুদ্ধ বিমানের রেকর্ড করা ভিডিও সফলভাবে সংগ্রহ করা হয়েছে।

সামরিক অস্ত্রসহ ড্রোন বিমান থাকার কথা ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনওটাই করেনি। তবে দেশটির গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ইয়ুভাল স্টেইনিটজ জানান,এতে তারা আশ্চর্য হচ্ছেন না। কারণ তাদের জানা আছে ইসরায়েল ও বন্ধুরাষ্ট্র সহ বিশ্বের সবগুলো রাষ্ট্রে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
এ বিষয়ে ইসরায়েলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাসের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রকাশ্যে তারা গোয়েন্দা বিষয়াদি নিয়ে আলোচনা করেন না। সূত্র:টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/

সম্পর্কিত
টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭, শিশু ২১ জন
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে যোগাযোগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে