চীনের সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে।
চীনের অর্থনীতি ক্রমেই সংকটের দিকে ধাবিত হচ্ছে। যার প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে। চীনের ভঙ্গুর শেয়ার বাজারকে রক্ষা করতে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে দেশটির সরকার। চীনা মুদ্রা ইউয়ানের অবমূল্যায়ন রোধ করতে চীনের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বিনিময় হার নিয়ন্ত্রণের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় এবার চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জিয়াও গ্যাংকে অপসারণ করা হলো। তার স্থলাভিষিক্ত হয়েছেন লিউ শিউ।
২০১৫ সালের মাঝামাঝি সময়ে চীনের অর্থনীতি সংকটে পতিত হয়, সে সময় জিয়াও গ্যাং রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ছিলেন। এক সময় সাংহাই এবং শেনঝেন স্টক এক্সচেঞ্জ প্রায় ৪০ শতাংশ মূল্য হারায়।
জিয়াও গ্যাং-এর স্থলাভিষিক্ত লিউ এগ্রিকালচারাল ব্যাংক অব চায়নার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এই ব্যাংকটি চীনের প্রধান চারটি ব্যাংকের একটি।
গত মাসে চীন শেয়ার বাজারের দরপতন রোধে ব্যবহৃত ‘সার্কিট-ব্রেকার’ পদ্ধতি স্থগিত করেছে। উল্লেখ্য, ‘সার্কিট-ব্রেকার’ পদ্ধতিতে শেয়ার বাজারে যখন দ্রুতগতিতে দরপতন হতে থাকে, তখন বাজার বন্ধ হয়ে যায়। গত মাসে দুই বার বাজার বন্ধ হওয়ার ঘটনা ঘটেছিল। আর তা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। সূত্র: বিবিসি।
/এসএ/বিএ/