X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

উদযাপনে যা থাকছে টিভিতে

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ০০:০০আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৪:০১

আজ মহান স্বাধীনতা দিবস। জাতীয় দিবসটি উদযাপন করতে দেশের প্রায় সব কয়টি টিভি চ্যানেল নিজেদের সাজিয়েছে নানা আয়োজন দিয়ে। এগুলোর মধ্যে আলোচিত কয়েকটি তুলে ধরা হলো-

 

সূর্যোদয়ের গান

ফাগুন অডিও ভিশন নির্মাণ করেছে সংগীতানুষ্ঠান ‘সূর্যোদয়ের গান’। এদিন রাত ৮টায় এটি প্রচার হবে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান।  সাবিনা ইয়াসমিন...
এতে গেয়েছেন চার সংগীত তারকা- সাবিনা ইয়াসমিন, সৈয়দ আব্দুল হাদী, রফিকুল আলম ও এন্ড্রু কিশোর। অনুষ্ঠানে চারটি গান পরিবেশিত হবে। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতাকে নিয়ে গানগুলো লেখা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়। এর মধ্যে দুটি গান লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সেগুলোর সুর করেছেন আলী আকবর রূপু। একটির কথা লিখেছেন নজরুল ইসলাম বাবু এবং এই গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। আরও একটি লিখেছেন মোহাম্মদ জালালউদ্দিন এবং সুর করেছেন মোহাম্মদ নাসির। গানগুলোর চিত্রায়ণে নির্দেশনা দিয়েছেন হানিফ সংকেত।

হৃদয়ে আমার বাংলাদেশ

বাংলাভিশনের এ অনুষ্ঠানে গাইবেন এ ন্যান্‌সি। এটি টিভি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। শুরু হবে  রাত ১১টা ২৫ মিনিটে।



ন্যান্‌সি


যোগ-বিয়োগ
 আফরান নিশো ও আনিকা কবির শখ অভিনীত এ নাটক এনটিভিতে রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে। লিখেছেন সরওয়ার রেজা জিমি ও পরিচালনায় তুহিন হোসেন। যোগ-বিয়োগ নাটকের দৃশ্য

 বিশ্বাসঘাতক

তারিক আনাম খান, আরফান নিশো ও প্রভা অভিনীত এ নাটক আরটিভিতে রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন, পরিচালনায় হাবিব মাসুদ। তারিক আনাম খান ও প্রভা

মধ্যরাতে সাত মাইল

তৌকীর আহমেদ ও জেনি অভিনীত এ নাটকটি চ্যানেল আইতে রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে। রাবেয়া খাতুনের গল্প থেকে চিত্রনাট্য করেছেন ফজলুল করিম। আর এটি পরিচালনায় আছেন আবুল হায়াত। ‘মধ্যরাতে সাত মাইল’ নাটকে তৌকীর আহমেদ ও জেনি

 আহ্বান

জাহিদ হাসান, জাকিয়া বারী মম অভিনীত এ নাটকটি এসএ টেলিভিশনে প্রচার হবে। রাত ১১টায় শুরু হবে এটি। ‘আহ্বান’ নাটকে জাহিদ হাসান, জাকিয়া বারী মম

মুক্তিযুদ্ধ: চেতনায় অর্জনে

এনটিভিতে বিকেল ৩টা ১০ মিনিটে প্রচার হবে ‘মুক্তিযুদ্ধ: চেতনায় অর্জনে’। আলফ্রেড খোকনের প্রযোজনায় ‘স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতাউত্তর দুই প্রজন্মের নিরিখে আমাদের মুক্তিযুদ্ধ: চেতনায় অর্জনে’ প্রতিপাদ্য থাকবে অনুষ্ঠানের মূল বিষয়। 

আমি যুদ্ধে যাবো

 চলচ্চিত্রের দুই শিল্পী বিদ্যা সিনহা মিম ও সম্রাট অভিনীত টেলিছবি এটি। মাছরাঙা টেলিভিশনে দুপুর ১২টা ১৫ মিনিটে প্রচার হবে। পরিচালনায় আছেন নায়করাজ রাজ্জাক। ‘আমি যুদ্ধে যাবো’ টেলিছবিতে বিদ্যা সিনহা মিম ও সম্রাট

ক্যাকটাস

এ নাটকে অভিনয় করেছেন হিল্লোল, আলী যাকের ও ঈশিতা। এনটিভিতে রাত সাড়ে ১১টায় প্রচার হবে। রিয়াজ মাহমুদ জুয়েলের গল্প নিয়ে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত।

যে দিন সিঁথির গল্পে সিঁদুর ছিলো না

তিশা অভিনীত এ নাটকটি বৈশাখী টিভিতে প্রচার হবে। দেখানো হবে বিকাল ৪টায়। ‘যে দিন সিঁথির গল্পে সিঁদুর ছিলো না’ নাটকে তিশা

 

রং-তুলিতে মুক্তিযুদ্ধ

চ্যানেল আইয়ে ২৬ মার্চ অনুষ্ঠিত হবে দেশবরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘রং-তুলিতে মুক্তিযুদ্ধ’। চ্যানেল আই প্রাঙ্গণে এটি হবে। গাইবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ নবীন-প্রবীণ শিল্পীরা। এ দেশবিষয়ক কবিতার আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার। 

প্রায় ৫০ জন বরেণ্য চিত্রশিল্পী এ চিত্রাংকনে অংশ নেবেন। চিত্রাংকন বিক্রির অর্থ থেকে ৫০ ভাগ প্রদান করা হবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরে। আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি সকাল ১১টা ০৫ মিনিট থেকে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার হবে।

 

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
ধর্ম ইস্যুতে অভিনেতা সামনে আনলেন ছেলের জন্মসনদ!
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩৬ দিনে ৩৬ পর্বের ‘৩৬ জুলাই’
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার
৩ জুলাই থেকে শ্যামল মাওলার থ্রিলার