X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নাটকীয়তার পর কারামুক্ত ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৯:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৯:৫৩

ফখরুল বিএনপির মহাসচিব হওয়ার পরই কয়েক ঘণ্টা কারাগারে থেকে মুক্তি পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
দুপুরে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। তিন ঘণ্টা পর একই আদালত তাকে জামিন দেন। বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে। জামিন হওয়ার প্রায় তিন ঘণ্টা পর তিনি কারাগার থেকে মুক্তি পান।
আদালতে আত্মসমর্পণ করে রাজধানীর পল্টন থানার তিনটি মামলায় জামিনের আবেদন করেন ফখরুল। আদালত একটি মামলায় তাকে জামিন দেন। বাকি দুটিতে জামিন আবেদন নাকচ করে দুপুর একটার দিকে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মির্জা ফখরুলের আইনজীবীরা জামিন আবেদন পুনর্বিবেচনার জন্য আবেদন জানান। বিকেল চারটার দিকে শুনানি শেষে আদালত মির্জা ফখরুলের অসুস্থতা বিবেচনায় নিয়ে জামিনের আবেদন মঞ্জুর করেন।
২০১৫ সালের ৫ জানুয়ারিকে ঘিরে ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানার নাশকতার ওই তিন মামলায় মির্জা ফখরুলকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে রুল জারি করেছিলেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলে গেলে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন এবং জামিনের মেয়াদ শেষে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।
বুধবার সকালেই ভারপ্রাপ্ত মাহাসচিব থেকে মহাসচিব হিসেবে পদোন্নতি পান ফখরুল। নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানানোর জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত খবর আসে, ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের নতুন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, মহাসচিবকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে বিকেলে ফখরুলের জামিনের খবর পাওয়ার পর দলের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

/এসটিএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের