পথশিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে রাজধানীর ফার্মগেটে ‘পথ শিশু শিক্ষালয়’ নামের একটি প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ প্রদান করবে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব।
এ উদ্দেশ্যে আগামী ৩ এপ্রিল থেকে ধানমণ্ডির দুটি ক্যম্পাসে বিশেষ বক্স রাখা হবে।
এ উদ্যগকে সফল করার জন্য বিত্তবানদের শিক্ষা উপকরণ ও নিজের ঘরে থাকা অব্যবহৃত বাচ্চাদের খাতা, পেন্সিল,রাবার, জ্যামিতির বক্স, টিফিন বক্স, পানির পাত্র, গল্পের বই এবং খেলনা ইত্যাদি ওই বক্সে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
২০০৬ সালে যাত্রা শুরু করে ইউল্যাব সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব। প্রতিষ্ঠার পর থেকেই শীতার্তদের কম্বল বিতরণ, রক্তদান কর্মসূচি, পথশিশুদের ঈদের পোশাক বিতরণসহ ঢাকা এবং ঢাকার বাইরে নানা সমাজসেবামূলক কাজ করে আসছে ক্লাবটি।
/এসি-এসএস/এসএনএইচ/