X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

তিন বছরে বদলে যাবে ঢাকা: আনিসুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৬, ২০:১৯আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:১৯

আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, আগামী তিন বছরের মধ্যে রাজধানী ঢাকার চেহারা বদলে যাবে। এ কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
সোমবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় আধুনিক দু’টি পাবলিক টয়লেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
মেয়র বলেন, ঢাকা মহানগরীতে পর্যাপ্ত সংখ্যক পাবলিক টয়লেট নির্মাণ করা আমার নির্বাচনী অঙ্গীকার। সে অনুযায়ী কাজ চলছে। তেজগাঁওয়ের এই পাবলিক টয়লেট চালু হওয়ার মধ্য দিয়ে আরেকটি নতুন অধ্যায়ের সূচনা হল। নবনির্মিত পাবলিক টয়লেটগুলো আধুনিক এবং সকল সুবিধা সম্বলিত।  এর পরিচ্ছন্নতার দায়িত্ব নিতে হবে নগরবাসীকে।
তিনি আরও বলেন, এ রকম আরও ১৪টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। এ জন্য জমির সন্ধান দিতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি।
আনিসুল হক বলেন, ঢাকা শহরের ৮৬টি পেট্রোল পাম্পে পাবলিক টয়লেট সুবিধা প্রদানের জন্য পেট্রোল পাম্পের মালিকদের সাথে বৈঠক হয়েছে। এতে আশানুরুপ সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে আবারও উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে এইচএম কনশাস ফাউন্ডেশন এবং ওয়াটার এইডের সহযোগিতায় তেজগাঁও সাতরাস্তায় টিঅ্যান্ডটি গেইট ও হাজী মরণ আলী রোডে পাবলিক টয়লেট দুটি নির্মাণ করা হয়।
মেয়র বলেন, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় পাইপ-নর্দমা নির্মাণের কাজ চলছে। এ কাজ শেষ হলে এসব এলাকায় জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
তিনি বলেন, রাস্তা নির্মাণের প্রয়োজনে কিছু ঝুঁকিপূর্ণ গাছ কাটা হলেও আগামী ২ বছরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনন এলাকায় ৩ লাখ ২৫ হাজার গাছ লাগানো হবে।
আনিসুল হক বলেন, নিরাপত্তার জন্য ইতিমধ্যে ৩০০ সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে আরও ৬০০ সিসি ক্যামেরা লাগানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুইডেনের রাষ্ট্রদূত মি. জোহান ফ্রিসেল, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাসকিন এ খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম, এইচএনএম বাংলাদেশের লিয়াজোঁ অফিসের  চিফ রিপ্রেজেনটেটিভ মি. রোজার হারবার্ট, ওয়াটারএইডের আঞ্চলিক প্রধান মিসেস থেরেস মোহন এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ডা. মো. খায়রুল ইসলাম।
/ওএফ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ