পদ্মা সেতুর দুয়ার খুললো

নতুন ভোর শুরু হলো বাংলাদেশে। খুললো পদ্মা সেতুর দোর। পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সুধী সমাবেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: ফোকাস বাংলা

শনিবার (২৫ জুন) সকাল ১০টা ৫০ মিনিটে সেতুর উদ্বোধনী ভাষণ দিতে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী। ভাষণ শেষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম, সিলমোহর ও ১০০ টাকার স্মারক নোট উদ্বোধন করেন তিনি। এরপর গাড়িবহর নিয়ে ১১টা ৫৫ মিনিটে টোল প্লাজায় টোল প্রদান করেন তিনি। ১১টা ৫০ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ১১টা ৫৯ মিনিটে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল রবিবার (২৬ জুন) ভোর ৬টা থেকে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে পদ্মা সেতু।

 

Screenshot 2022-06-25 at 12-07-15 সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

 

Screenshot 2022-06-25 at 12-06-14 সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

 

প্রধানমন্ত্রী-শেখ-হাসিনা

 

এ সেতু স্পর্ধিত বাংলাদেশের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

উদ্বোধন মুহূর্তে যাদের স্মরণ করলেন প্রধানমন্ত্রী

 

এর আগে শনিবার (২৫ জুন) সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আয়োজনে সুধী সমাবেশে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

289276878_3138090599766409_6548946435638494536_n

 

টোল দিচ্ছেন প্রধানমন্ত্রী

আমরা অপমানের প্রতিশোধ নিয়েছি: ওবায়দুল কাদের

 

প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেতুর টোল প্লাজার কিছুটা আগে এক পাশে অস্থায়ী প্যান্ডেলে আয়োজন করা হয় সমাবেশের।

 

289660240_3247544982233943_6442331094530849072_n

 

Screenshot 2022-06-25 at 12-02-02 সরাসরি পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান

 

আরও পড়ুন

যত বাধা পেরিয়ে

বাণিজ্যে সোনালি হাতছানির

ট্রান্স-এশিয়ান হাইওয়েতে যুক্ত হবে বাংলাদেশ

খরচ উঠবে ৩৫ বছরে

ন্যায্য দাম পাবেন কৃষকরা

মোংলার ব্যবসায়ীদের বাঁচবে ১২ ঘণ্টা