২০১৮ সাল থেকে এলএনজি আমদানির সম্ভাবনা

এলএনজি গ্যস (ছবি: সংগৃহীত)

আগামী বছর থেকে এলএনজি (লিকুইফাইড ন্যাচারাল গ্যাস) আমদানি করা সম্ভব হবে আশা করছেন অর্থমন্ত্রী।

২০১৭-১৮ অর্থবছরে প্রস্তাবিত বাজেট বক্তৃতায় আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘এলএনজি টার্মিনাল স্থাপন এবং আমদানির কার্যক্রম আরও জোরদার করা হবে। আমরা আশা করছি এসব কাজ সম্পন্ন করে ২০১৮ সালের শেষ নাগাদ এলএনজি আমদানি ও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।’

অর্থমন্ত্রী বলেন, দেশে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য কয়লাভিত্তিক রামপাল, মাতারবাড়ি, পায়রা বিদ্যুৎ প্রকল্পের কাজ অব্যাহত থাকবে। এছাড়া উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় নেপাল, ভুটান, মিয়ানমার ও ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনা বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি বলেন, গ্যাসের সরবরাহ বাড়াতে ২০২১ সালের মধ্যে বাপেক্স ১০৮টি কূপ খননের লক্ষ্যমাত্রা সরকারের আছে। পরিকল্পনা অনুযায়ী, কূপ খনন ও গ্যাস উৎপাদন শুরু হলে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

/এসএসজেড/এসটি/

আরও পড়ুন- 

ব্যাংকের আমানতকারীদের জন্য দুঃসংবাদ!