বাজেট অধিবেশন সোমবার পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদ ভবন (ছবি- ফোকাস বাংলা)বাজেট অধিবেশন সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বৃহস্পতিবার বাজেট পেশ ও অর্থ বিল ২০১৭ উপস্থাপনের পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন মুলতবি ঘোষণা করেন।
সোমবার ২০১৬-১৭ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা হবে। সোম বা মঙ্গলবার সম্পূরক বাজেট পাশ হবে। এরপর শুরু হবে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা। বাজেটের ওপর এবার ৪৫ ঘণ্টা সাধারণ আলোচনার সিদ্ধান্ত হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার দুপুর ১ টা ৩৫ মিনিটে বাজেট বক্তৃতা শুরু করে ৪টা ৫৫ মিনিটে শেষ করেন। এর মাঝে অর্থমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে স্পিকার অধিবেশনে ২০ মিনিটের বিরতি দেন।
/ইএইচএস/ এপিএইচ/

আরও পড়ুন:

বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ 

সংসদে ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট

মুক্তিযোদ্ধাদের জন্য ১০ হাজার ফ্ল্যাটের ঘোষণা অর্থমন্ত্রীর

বাড়ছে না করমুক্ত আয়সীমা

‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ: সময় এখন আমাদের’

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা