ডিএসইতে প্রধান সূচক ১, সিএসইতে কমেছে ৯ পয়েন্ট

ডিএসই ও সিএসইসপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক কমে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৩১ পয়েন্ট কমেছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৭৫৫ কোটি ৭৫ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৬ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৭১৫ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৬৬৬ কোটি ১৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ১০৪ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে এক হাজার ৩৫৫ পয়েন্টে এবং ৩ দশমিক ২৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলাম ব্যাংক, আল-আরাফা ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, সামিট পাওয়ার, বিবিএস ক্যাবল, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, ইফাদ অটোমোবাইল, এক্সিম ব্যাংক এবং রূপালী ব্যাংক।
মঙ্গলবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৪০ কোটি ৫৩ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৮ কোটি ৩৬ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৯ দশমিক ৩১ পয়েন্ট কমে ১১ হাজার ৪৪৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১২ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১৮ হাজার ৯৩৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৯ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৩৫ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১৬ হাজার ৪২০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৪২টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৩টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-  এনএইচএফআইএল, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, লংকা-বাংলা ফাইন্যান্স, বিবিএস ক্যাবল, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, পূবালী ব্যাংক, সামিট পাওয়ার এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
আরও পড়ুন:
টাকা নিয়ে উধাও দালাল, প্রতারিত হচ্ছে রোহিঙ্গা শরণার্থীরা
জনবল তিন গুণ করতে চায় ইসি