ঢাকা-ব্যাংকক রুটে প্রতিদিন ২টি ফ্লাইট চালাবে থাই এয়ারওয়েজ

ঢাকা থেকে থাইল্যান্ডের ব্যাংককে  প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে দেশটির এয়ারলাইন থাই এয়ারওয়েজ। ১৬ জুলাই থেকে সপ্তাহে ৭টি থেকে বাড়িয়ে ১৪টি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইনটি। সোমবার (১০ জুলাই) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে এ তথ্য জানায় বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি লিমিটেড।

অনুষ্ঠানে এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, ঢাকা টু ব্যাংকক রুটে আগে প্রতিদিন ফ্লাইট থাকলেও ডাবল ফ্লাইট ছিল না। থাই এয়ারওয়েজে হালাল খাবারের ব্যবস্থা আছে। এছাড়া যেকোনও যাত্রী কী কী খাবার খেতে চান, সেটিও আগে থেকে সিলেক্ট করার ব্যবস্থা আছে। প্রতিদিন দিনে ১টি ও রাতে ১টি  ফ্লাইট ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করবে।

বাংলাদেশে থাই এয়ারের জেনারেল সেলস এজেন্ট এয়ার গ্যালাক্সি লিমিটেড এর অনুষ্ঠান

অনুষ্ঠানে জানানো হয়, হ্যাপি জুলাই নামে বিশেষ ছাড় দিচ্ছে থাই এয়ারওয়েজ। এতে দুজন একসঙ্গে ভ্রমণ করলে ৩০ কেজি লাগেজ বিনামূল্যে বহনের সুবিধা পাবেন। তবে এশিয়া, নর্থ এশিয়া, ইউরোপ ও অস্ট্রেলিয়া রুটগুলোতে ভ্রমণ করলে এই সুবিধা পাওয়া যাবে। প্রতিদিন ব্যাংকক থেকে ঢাকায় ফ্লাইট পৌঁছাবে দুপুর ১২টা ১০ মিনিটে এবং ঢাকা থেকে ব্যাংককে রওনা হবে দুপুর ১টা ৩০ মিনিটে। দিনের ডাবল ফ্লাইটগুলো বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার বা বোয়িং-৭৭২ উড়োজাহাজ দিয়ে। এসব উড়োজাহাজে থাকবে ৩০টি বিজনেস ও ২৬২টি ইকোনোমি শ্রেণির আসন।

অন্যদিকে ব্যাংকক থেকে ফ্লাইট রাত ১টা ৩৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে, যা ব্যাংককে পৌঁছাবে রাত ২টা ৪৫ মিনিটে। রাতের ফ্লাইটগুলো এয়ারবাস-এ৩২০-২০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালনা করা হবে, যাতে থাকবে ১৬৮টি ইকোনমি ক্লাসের সিট।