চলমান মূল্যচাপের মাঝে স্বস্তির সামান্য ইঙ্গিত মিলেছে এপ্রিল মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সদ্য প্রকাশিত তথ্যে দেখা গেছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি নেমে এসেছে ৯.১৭ শতাংশে, যা মার্চ মাসে ছিল ৯.৩৫ শতাংশ।
বিবিএস’র তথ্যানুযায়ী, খাদ্য ও খাদ্যবহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতির হারে সামান্য হ্রাস পরিলক্ষিত হয়েছে।
এপ্রিল মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৬৩ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৮.৯৩ শতাংশ। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ ভোক্তারা।
অপরদিকে, খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি এপ্রিল মাসে নেমে এসেছে ৯.৬১ শতাংশে, যা মার্চে ছিল ৯.৭০ শতাংশ।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ হ্রাস যদিও খুবই সামান্য, তবুও এটি স্থিতিশীলতার সম্ভাবনার একটি সূচনা হতে পারে। তবে সামগ্রিক অর্থনৈতিক চাপে এটি দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে, তা নির্ভর করছে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজার পরিস্থিতির ওপর।