সীতাকুণ্ডে মোবাইল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

সীতাকুণ্ডচট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল ফোন চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীলতপুরের চৌধুরীবাড়ি গেট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুল মালেক (২৮), তার বাড়ি চাঁদপুরের  হাজীগঞ্জে। সীতাকুণ্ডের শীলতপুরে একটি পানির কারখানায় কাজ করতেন তিনি।  
রাতে কাজ শেষ করে বাসায় ফেরেন মালেক। পরে ওই কারখানার ম্যানেজার ও আরও কয়েকজন এসে তাকে ডেকে নিয়ে যান।  
ম্যানেজার ও তার লোকজন মোবাইল ফোন চুরির অভিযোগে মালেককে বেঁধে রেখে মারধর করেন বলে এলাকাবাসী জানিয়েছেন। এর মধ্যে কোনও এক সময় ওই যুবকের মৃত্যু হলে তার লাশ রাস্তায় ফেলে দেওয়া হয়।
সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক কামাল উদ্দিন  জানান, আজ বুধবার সকালে মালেকের লাশ উদ্ধার করা হয়েছে। মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
মালেক যে কারখানায় কাজ করতেন, তার মালিকের নাম রিয়াদ চৌধুরী।

আরও পড়ুন: 

বিকেলে পরীক্ষা, সকালেই প্রশ্নফাঁস সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রশ্নফাঁস চলছেই


২০০১ সালে নাইন ইলেভেনের হামলায় বিমান অপহরণকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে এসেছিল সৌদি আরব থেকে সৌদি আপত্তি সত্ত্বেও মার্কিন সিনেটে ৯/১১ বিল পাশ

এপিএইচ/