মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ আরও দুজন গ্রেফতার

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডএসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যার ঘটনায় আরও দুজনকে  গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের দাবি করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এহতেশামুল হক ভোলা ও মনির নামের ওই দুইজনকে মঙ্গলবার ভোররাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুটি অস্ত্রের মধ্যে একটি মনিরের কাছ থেকে এবং আরেকটি  ভোলার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি গত রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেবি/ এপিএইচ

আরও পড়ুন:
আদালতে দু’জনের জবানবন্দি: খুনিদের ভাড়া করে পুলিশের সোর্স মুছা, তার গুলিতেই মিতু খুন