মামলার তদন্ত কর্মকর্তা বলেন, এহতেশামুল হক ভোলা ও মনির নামের ওই দুইজনকে মঙ্গলবার ভোররাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুটি অস্ত্রের মধ্যে একটি মনিরের কাছ থেকে এবং আরেকটি ভোলার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু। এই হত্যা মামলায় গ্রেফতার হওয়া দুই আসামি গত রবিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেবি/ এপিএইচ
আরও পড়ুন:
আদালতে দু’জনের জবানবন্দি: খুনিদের ভাড়া করে পুলিশের সোর্স মুছা, তার গুলিতেই মিতু খুন