গাজীপুরে উল্টে যাওয়া ট্রাকের চাপায় দুই শিশু নিহত

সড়ক দুর্ঘটনাগাজীপুরে উল্টে যাওয়া লাকড়ি ভর্তি একটি ট্রাকের নিচে চাপা পড়ে দুই শিশু নিহত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো— ময়মনসিংহের কোতোয়ালি থানার তালহা সাদিয়া এলাকার আলমগীর হোসেনের মেয়ে রত্না (৪) ও একই এলাকার চান মোল্লার ছেলে আব্দুল্লাহ (৬)। তারা গাজীপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় আবু সাঈদের বাড়িতে ভাড়া থাকত বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কালিয়কৈরের ফুলবাড়িয়া এলাকা থেকে লাকড়ি ভর্তি করে একটি ট্রাক বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের কাশিমপুর দক্ষিণ পানিশাইলের পদ্মা হাউজিং এলাকার লাবিব ফ্যাশন কারখানার গলিতে তোফাজ্জল হোসেনের দোকানে নিয়ে যায়। ট্রাকটি দোকানের সামনে পার্কিং করার সময় পেছনের চাকা পাশের ড্রেনের পড়ে ট্রাকটি উল্টে যায়। এসময় পাশে খেলাধুলা করার সময় রত্না ও আব্দুল্লাহ নামের দুইটি শিশু ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল হলেজ হাসপাতালে পাঠায়।’
এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানান হারুন অর রশীদ।

/টিআর/