শেরপুরে ৫ দিনব্যাপী অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

sherpurদেশ ও জাতির কল্যাণ কামনায় শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রাঙ্গনে ৫ দিনব্যাপী হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন শনিবার শেষ হয়েছে। দুপুরে মহোৎসবের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি হয়।

শেরপুর জেলার হাজারো হিন্দুভক্ত এতে যোগ দেন। হরিনাম সংকীর্তন ও অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করে চট্টগ্রাম, ফরিদপুর, যশোর, বগুড়াসহ দেশের খ্যাতনামা ৯টি কীর্তনীয়া দল। উৎসব উপলক্ষে  প্রশাসনের পক্ষ থেকে গোপাল জিউর মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মো. রফিকুল হাসান গনি, উপজেলা চেয়ারম্যান  আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানুসহ প্রশাসনের কর্মকর্তারা কীর্তনে এসে ভক্তদের  সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করেন।

/এপিএইচ/