'সুষ্ঠু নির্বাচন না হলে দেশে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে'

Jessore SUJAN pic

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, ‘সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না হলে তা জাতির জন্য দুর্ভাগ্য ডেকে আনবে। আমরা ভয়াবহ অবস্থার দিকে যেতে পারি। কারণ, যেসব দেশে গণতন্ত্র নেই, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়-সেসব দেশে সম্প্রীতি বজায় থাকে না, উগ্রবাদের বিস্তার ঘটে, সবকিছু ভেঙে পড়ে।’

শুক্রবার দুপুরে যশোরের জয়তী সোসাইটি মিলনায়তনে সুজনের খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিকল্পনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পরপরই জানিয়েছে তারা সংবিধানকে সমুন্নত রাখবেন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন। কারচুপি, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে তারা জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। আমি এতে আশান্বিত হয়েছি। আশা করি তারা সফল হবেন।’

সুজন সম্পাদক বলেন, ‘আমি আশা করবো তারা জনগণকে আস্থায় নিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করবেন। জনগণের আস্থা অর্জন এবং তা যদি সুস্পষ্ট হয় যে তারা নিরপেক্ষ ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, তখন রাজনৈতিক দলগুলোও তাদের কার্যক্রম মেনে নেবে। রাজনৈতিক দলগুলো কোনও সমস্যা সৃষ্টি করতে পারবে না।’

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তিনি প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না। আশা করবো আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুষ্ঠু নির্বাচন হবে।’

সংগঠনের জেলা সভাপতি অ্যাডভোকেট সালেহা বেগমের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ সরকারসহ খুলনা বিভাগের ১০ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা বক্তব্য রাখেন।

 /এসটি/