বিএনপি সন্ত্রাসী সংগঠন ছিল, এখনও আছে: মায়া

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসন্ত্রাসী সংগঠন হিসেবে দেশে বিএনপি-জামায়াতকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে। তারা আগেও সন্ত্রাসী সংগঠন ছিল, এখনও আছে, আগামীতেও তাই থাকবে।’
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলা পৌর অডিটোরিয়ামে বিভিন্ন গ্রামে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে মায়া আরও বলেন, ‘২০০৮ সালে বিএনপি-জামায়াত মিলে দেশের মানুষকে পুড়িয়ে মেরেছে। তারা কোরআন শরীফ পুড়িয়েছে। বিএনপি-জামায়াত ইসলামের শত্রু, দেশের শত্রু। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে।’
ছেঙ্গারচর পৌর মেয়র মো. রফিকুল আলম জজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর থানা বিদ্যুৎ অফিসের ডিজিএম আবুল কালাম ও মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলার ১০টি গ্রামের দুই হাজার গ্রাহকের জন্য ২৬ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন-

জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: নাসিম

সিইসি ছাত্রলীগের সাবেক নেতা: ফখরুল

/টিআর/